Advertisement
Advertisement

আচমকা ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা

জোরকদমে চলছে উদ্ধারকাজ৷

Another flyover collapses in Kolkata’s Majerhat
Published by: Tanujit Das
  • Posted:September 4, 2018 5:03 pm
  • Updated:September 4, 2018 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজের একাংশ৷ ব্রিজের নিচে বেশ কয়েকজন মানুষ ও কয়েকটি গাড়ি আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ প্রাথমিক ভাবে আট জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ ধ্বংসস্তূপের নিচে ৩৫ জনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে খবর৷ আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ বাড়ছে আহতের সংখ্যা৷ উদ্ধার কার্যে নেমেছে সেনা৷ 

[সম্মান প্রাপ্তির টাকা সামাজিক খাতে ব্যয়ের ইচ্ছা, পথ দেখাচ্ছেন আমতার ‘শিক্ষারত্ন’]

Advertisement

প্রাথমিক ভাবে উদ্ধারকার্য শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকায় ছড়িয়েছে আতঙ্ক৷ খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, দমকল ও উদ্ধারকারী দল৷ যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়৷ ব্রিজের নিচে বাস, মিনিবাস আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ এই ব্রিজ ভেঙে পড়ায় দক্ষিণ শহরতলির সঙ্গে মূল কলকাতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে৷ বন্ধ রয়েছে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল৷

[হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার রোগীর দেহ, চাঞ্চল্য হাওড়ায়]

মঙ্গলবার সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল৷ তার ফলেই ব্রিজটি ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে৷ ব্রিজটির বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল এলাকার মানুষের মধ্যে৷ ব্রিজের রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হত না বলে তাঁদের অভিযোগ৷ মনে করা হচ্ছে, প্রবল বৃষ্টির ফলে মাটি নরম হয়ে ভেঙে পড়েছে ব্রিজটি৷ এর দায়িত্ব ছিল পুরদপ্তর ও রেলের৷ এই ব্রিজ ভেঙে পড়া উসকে দিয়েছে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতিকে৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement