ফাইল ছবি।
ক্ষীরোদ ভট্টাচার্য: ফের এক কিশোরীর প্রাণ কাড়ল অ্যাডিনো ভাইরাস। বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় খড়গপুরের এক স্কুল ছাত্রীর। হাসপাতাব সূত্রে খবর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হওয়ার পরই নিউমোনিয়া আক্রান্ত কিশোরীকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। তবে শেষপর্যন্ত শেষরক্ষা হল না। তবে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করছে স্বাস্থ্যভবন। বরং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে তারা।
হাসপাতাল সূত্রে খবর, মৃত কিশোরীর নাম উর্জস্বতি রায়চৌধুরী (১৩)। খড়গপুরের বাসিন্দা। গত ১৫ ফেব্রুয়ারি প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসার পরই তাকে ভেন্টিলেটরে দিতে হয়। দেখা যায়, নিউমোনিয়া আক্রান্ত সে। পরবর্তী পরীক্ষায় জানা যায়, সে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। উল্লেখ্য, জন্মাবধি সে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফির শিকার ছিল। এনিয়ে রাজ্যে অ্যাডিনো ভাইরাস আক্রান্তের মৃত্যুর সংখ্যা ১০ ছাড়াল।
আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে অ্যাডিনো ভাইরাস। ৬ মাস থেকে ৫ বছর বয়সিরা ঘরে ঘরে আক্রান্ত। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নিশান্তদেব ঘটক জানিয়েছেন, অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) ছোবলে যে জ্বর আসছে তা হাইগ্রেড ফিভার। একবারে ১০৩,১০৪ জ্বর উঠে যাচ্ছে। অতিরিক্ত জ্বর থেকে খিঁচুনি শুরু হতে পারে। এছাড়াও অনেক শিশুরই শুকনো কাশি হচ্ছে। একটানা কাশি থেকে সাব কনজাংটিভাল হেমারেজ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ছিঁড়ে যেতে পারে চোখের সূক্ষ্ম শিরা। এসব দিকে কড়া নজর রাখতে হবে।
এছাড়াও পরীক্ষা চলছে স্কুলগুলোয়। অতিরিক্ত জ্বর নিয়ে রাস্তায় বেরেলে মাথা ঘুরে যেতে পারে বলেই আশঙ্কা শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নিশান্তদেব ঘটকের। চিকিৎসকরা বলছেন, সঠিক সময় চিকিৎসা শুরু না হলে ভাইরাল নিউমোনিয়া দেখা দিচ্ছে খুদেদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.