Advertisement
Advertisement

Breaking News

Dengue

Dengue: ডেঙ্গুতে ফের মৃত্যু কলকাতায়, শুধু একটি বরোতেই তিনদিনে প্রাণ গেল তিনজনের

কলকাতায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ।

Another death in Dengue in Kolkata | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:September 26, 2023 2:48 pm
  • Updated:September 26, 2023 3:51 pm  

কৃষ্ণকুমার দাস: ডেঙ্গুতে (Dengue) ফের মৃত্যু খাস কলকাতায়। এবার প্রাণ গেল এক গৃহবধূর। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। মঙ্গলবার প্লেটলেট অনেকটা কমে যায়। এনিয়ে বরো ১০-এ গত তিনদিনে ৩ জনের মৃত্যু হল।

কলকাতায় ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুও। মঙ্গলবার ভোরবেলায় এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হল এক গৃহবধূর। নাম প্রিয়া রায়। বয়স ২৮ বছর। বাড়ি টালিগঞ্জ বিধানসভার খানপুরের ৯৮ নম্বর ওয়ার্ডে। এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। প্রিয়া রায়ের স্বামী রাহুল রায়, তৃণমূলের সক্রিয় কর্মী। ৯৮ ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী জানিয়েছেন, “অনেক চেষ্টা করা হয়েছিল। গতকাল প্রিয়াদেবীর প্লেটলেট ছিল ১ লক্ষ ২৫ হাজার। আচমকা সেই প্লেটলেট কমে যায়। তার পরই মৃত্যু হয় তাঁর।”

Advertisement

[আরও পড়ুন: Abhishek Banerjee: চাকরিপ্রার্থীদের মিছিল যাবে অভিষেকের অফিস ঘেঁষেই, আদালতে খারিজ রাজ্যের আরজি]

রাজ্যের ডেঙ্গু পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্বাস্থ্যভবন অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বেশ কয়েকজন বিধায়কও। এরপর দুপুরে ধর্মতলায় জমায়েত করে যুব কংগ্রেসের সদস্যরা। কলকাতা পুরসভা অভিযান চালায় তারা। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।

[আরও পড়ুন: পুজোর আগে অভিনব জালিয়াতি কলকাতায়! ব্যাঙ্কের ভিতরই টাকা খোয়ালেন যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement