Advertisement
Advertisement
Dengue

ফের ডেঙ্গুতে মৃত্যু কলকাতায়, এবার প্রাণ গেল বৃদ্ধের

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের।

Another death caused Dengue in Kolkata | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:October 3, 2023 12:08 pm
  • Updated:October 3, 2023 12:08 pm

ক্ষীরোদ ভট্টাচার্য: ফের ডেঙ্গুতে (Dengue) মৃত্যু কলকাতায়। এবার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা প্রাণ গেল ষাটোর্ধ্ব ব্যক্তির। স্বাভাবিকভাবেই খাস কলকাতায় একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্ক আরও বাড়ছে।

মৃতের নাম পরশ সাউ। বয়স ৬৩ বছর। ঠাকুরপুর এলাকার বাসিন্দা। গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ২৯ সেপ্টেম্বর থেকে জ্বর নিয়ে নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২ অক্টোবর সন্ধেয় পরশ সাউয়ের মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু শকের উল্লেখ করেছেন চিকিৎসকরা। বেসরকারি হিসেব বলছে, কলকাতায় ডেঙ্গু মৃত্যুর সংখ্যা ৪০ ছাড়িয়েছে। যদিও সরকারের তরফে মৃতের সংখ্যার কোনও হিসেব মেলেনি।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: ইডির সমনে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক]

এদিকে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে মঙ্গলবার। মামলাকারীর দাবি, রাজ্যের ডেঙ্গুতে মৃত্যুর সঠিক পরিসংখ্যান কেন্দ্রকে দিচ্ছে না রাজ্য। পাশাপাশি রাজ্যের জমে থাকা আবর্জনা ও জল দ্রুত পরিষ্কারের নির্দেশ দিক আদালত। এমন আর্জি নিয়েই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

[আরও পড়ুন: মা ফ্লাইওভারে দুর্ঘটনা থেকে শিক্ষা, কলকাতার ৪৫ টি জায়গায় সিসিটিভির সফটওয়্যার আপডেট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement