ছবি: সংগৃহীত
অর্ণব আইচ: ৫৩৬ কোটির দুর্নীতিতে গ্রেপ্তার চিটফান্ডের কিংপিন। অভিযোগ, তিন থেকে পাঁচ বছরের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে প্রায় ৫ লক্ষ বিনিয়োগকারীর টাকা হাতিয়েছিল সে। সেই অভিযোগে এবার সেই কিংপিনকে গ্রেপ্তার করল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও। বুধবারই তাকে আদালতে তোলা হয়।
ধৃতের নাম অপূর্ব কুমার সাহা। চিটফান্ডের কর্তা। ২০১০ সাল থেকে ব্যবসা শুরু করেছিল। টোপ ছিল, টাকা দ্বিগুণের প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ মানুষের টাকা হাতিয়েছিল। অভিযোগ পেয়ে ২০১৪ সাল থেকে তদন্ত শুরু করে সিবিআই। সেই সময় জমি বিক্রি করে বিনিয়োগকারীদের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাঙ্ক লেনদেনের কাগজ দেখাতে ব্য়র্থ হয় সে। তদন্ত যায় এসএফআইও-র হাতে। অভিযোগের ভিত্তিতে অপূর্বকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা।
জানা গিয়েছে, ১৮টি ভুয়ো কোম্পানি বানিয়েছিল অপূর্ব সাহা। সেই সংস্থাগুলির মাধ্যমে ওই টাকা অন্যত্র পাচার করা হয়েছিল। বিনিয়োগকারীদের টাকায় প্রায় ১৬ কোটি টাকার জমি কেনা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, এই চক্রের পিছনে একাধিক মাথা রয়েছে। তাদের খোঁজ পেতেই অপূর্ব কুমার সাহাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.