Advertisement
Advertisement

Breaking News

Ananta Maharaj

রাজ্যসভার মনোনয়নের দিন ‘বাংলা ভাগ’ ইস্যুতে অস্বস্তিতে অনন্ত মহারাজ, ‘ডামি’ প্রার্থী তৈরি রাখল বিজেপি

'ডামি' প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন উত্তরবঙ্গের আরএসএস নেতা রথীন্দ্র বসু।

Ananta Maharaj skips question on partition of West Bengal, files nomination for Rajya Sabha Election | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 13, 2023 4:31 pm
  • Updated:July 13, 2023 6:36 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপির হয়ে মনোনয়ন পেশ করলেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj)। বৃহস্পতিবার তাঁকে নিয়ে বিধানসভায় আসেন সাংসদ নিশীথ প্রামাণিক শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতৃত্বের বড় অংশ। তবে কিছুটা চমক দিয়ে বিজেপি আরও একজনকে ‘ডামি’ প্রার্থী হিসেবে দাঁড় করাল। তিনিও উত্তরবঙ্গের নেতা রথীন্দ্র বসু। অনন্ত মহারাজের মনোনয়নে কোনও ত্রুটি থাকলে রথীন্দ্র বসুকেই রাজ্যসভায় পাঠাতে প্রস্তুত গেরুয়া শিবির। তাঁর প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ”বিজেপি অনন্ত মহারাজকে দাঁড় করিয়ে বঙ্গভঙ্গের বার্তা দিল।” আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন।

Rajya Sabha Election 2023: Ananta Maharaj from Cooch Behar the BJP candidate from West Bengal | Sangbad Pratidin

Advertisement

রাজ্যসভায় (Rajya Sabha) বিজেপির ফাঁকা হওয়া পদে অনন্ত মহারাজের মনোনয়ন নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, বিজেপি চাইলেও তিনি রাজি হচ্ছেন না। শেষমেশ কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের অনুরোধে তিনি সম্মতি জানান। এরপর কলকাতায় এসে বিধানসভায় মনোনয়ন জমা দিয়েছেন বৃহস্পতিবার। তবে বঙ্গভঙ্গ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান। সংক্ষিপ্ত জবাবে বলেন, ”এখনও বলার সময় আসেনি।”

Advertisement

[আরও পড়ুন: সংসদে এবার একসঙ্গে বাংলার শ্বশুর-জামাই, আবিররঞ্জনের সঙ্গে বিয়ে প্রসূনকন্যার]

তবে এ বিষয়ে বিজেপির (BJP) তরফে চমক নিঃসন্দেহে একজন ‘ডামি’ প্রার্থীকে মনোনয়ন দেওয়ানো। অনন্ত মহারাজ ছাড়াও বিজেপির তরফে রথীন্দ্র বসু নামে কোচবিহারের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আরএসএস নেতা রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সূত্রের খবর, অনন্ত মহারাজের মনোনয়নে কোনও ভুল থাকলে সেই পরিস্থিতি সামলানোর জন্য অতিরিক্ত প্রার্থীর মনোনয়ন দেওয়া হচ্ছে। অনন্ত মহারাজের মনোনয়ন ঠিকমতো হয়ে গেলে রথীন বসুর মনোনয়ন প্রত্যাহার করা হবে।

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, ভরতি হাসপাতালে]

এবিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া, ”অনন্ত মহারাজের প্রতি অসম্মান করছি না। বিজেপির বার্তা, বঙ্গভঙ্গের পথে যাচ্ছে তারা। এমনিতেই উত্তরবঙ্গের বিজেপি নেতারা বারবারই এসব বলেন। তবে বঙ্গভঙ্গের চেষ্টা হলে বাংলা প্রতিরোধ হবেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ