অর্ণব আইচ: বিয়ের সাইটে পরিচয়। দক্ষিণ কলকাতার বাসিন্দা মহিলা বুঝতে পারেননি যে, বিয়ের সাইটের বিজ্ঞাপনেই রয়েছে প্রতারণার ফাঁদ। অসুখের নাম করে মহিলার টাকা হাতিয়ে পলাতক ‘হবু বর’। এই বিষয়ে দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ওই মহিলা অভিযোগে জানিয়েছেন যে, তাঁর স্বামী মারা গিয়েছেন। তিনি নিঃসন্তান। তাই তিনি ফের বিয়ে করতে চান। একটি বিয়ের সাইটে তিনি বিজ্ঞাপন দেন। অনলাইনেই তাঁর সঙ্গে পরিচয় হয় বর্ধমানের বাসিন্দা এক যুবকের সঙ্গে। যুবক তাঁকে বিয়ে করতে চায়। কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখাও করে সে। মাস তিনেক ধরে সম্পর্ক রাখার পর অসুখের নাম করে সে ‘ভাবী স্ত্রী’র কাছে ১২ হাজার টাকা চায়। তিনি বিশ্বাস করেই ‘হবু স্বামী’কে টাকা দেবেন বলেন। তাঁকে একটি সাইবার কাফেতে গিয়ে ওই যুবকের অ্যাকাউন্টে টাকা দিতে বলা হয়। তিনি সেই টাকা পাঠিয়ে দেন।
এর পর থেকে বিভিন্ন কারণে ওই যুবক তাঁর কাছ থেকে টাকা চাইতে থাকে। তিনিও বেশ কয়েক দফায় মোট ১ লাখ ৫ হাজার টাকা দেন। এর পর থেকেই মোবাইল ফোন বন্ধ করে দেয় ওই ব্যক্তি। বহুবার তাকে ফোন করে পাওয়া যায়নি। যুবক জানিয়েছিল যে, সে বর্ধমানের বাসিন্দা। মোবাইল ফোন ও ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে অভিযুক্তর সন্ধান চলছে। তবে এখনও ওই যুবকের সন্ধান পায়নি পুলিশ। ওই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.