সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসের ধাক্কায় কলকাতার রাস্তায় মৃত্যু হল পথচারী এক বৃদ্ধার। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রানিকুঠির জি ডি বিড়লা স্কুলের সামনে। নিহত ওই মহিলার নাম চিনু কুণ্ডু। ঘাতক ওই বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাসচালককে।
একে বৃষ্টি। আবার তার উপর বেলা বাড়লেও এড়ানো যাচ্ছে না কুয়াশার দাপট। তবে তা সত্ত্বেও স্কুল, কলেজ কিংবা অফিসে যাওয়ার ব্যস্ততা এড়ানো যাচ্ছে না। শুক্রবার সকালে রানিকুঠির ছবিও ছিল একইরকম। ব্যস্ত হয়েই রাস্তা পেরনোর চেষ্টা করেছিলেন এক মহিলা। সেই সময় রানিকুঠির জি ডি বিড়লা স্কুলের সামনে দিয়ে দ্রুত বেগে একটি বেসরকারি বাস আসছিল। রাস্তা পেরনোর সময়ই তাঁকে ধাক্কা মারে ওই বাসটি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে তাঁর। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করেন তাঁরাই। তবে শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকরা জানান, মারা গিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বৃদ্ধা চিনু কুণ্ডু।
এদিকে, পরিস্থিতি বেগতিক বুঝে বাস রেখে ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে বাসচালক। তবে তাতে বাধা দেন স্থানীয়রা। খবর পেয়েই ইতিমধ্যে পুলিশও ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। ঘাতক ওই বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় চালককেও। নিহত চিনু কুণ্ডুর পরিজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.