Advertisement
Advertisement
বৃদ্ধের রহস্যমৃত্যু

কড়েয়ায় বাড়িতে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত দেহ, সম্পত্তির লোভে খুন বলে অনুমান পুলিশের

ঘটনার পরিচিত কারও যোগ রয়েছে বলেই অনুমান পুলিশের৷

An old man's body recovered from his house at Braud street

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:June 6, 2019 12:47 pm
  • Updated:June 6, 2019 5:29 pm

অর্ণব আইচ: ফের শহরে একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু৷ এবার ঘটনাস্থল কড়েয়ার ব্রড স্ট্রিট৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিঃসঙ্গ বৃদ্ধকে পরিচিত কেউ গলার নলি কেটে খুন করেছে৷ তবে খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ সম্পত্তির লোভে নাকি খুনের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা৷

[ আরও পড়ুন: চোর সন্দেহে মানিকতলায় গণপিটুনিতে মৃত যুবক]

স্ত্রী মারা গিয়েছেন৷ মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে৷ তাই কড়েয়ার ব্রড স্ট্রিটে একাই থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বিশ্বজিৎ বসু৷ বুধবার রাতে ৬৭ বছরের বিশ্বজিতের সঙ্গে শেষবার মেয়ের ফোনে কথা হয়৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও বাবাকে ফোন করেন মেয়ে৷ কিন্তু ফোন ধরেননি ওই বৃদ্ধ৷ বাধ্য হয়ে তাই বাড়িতে ছুটে আসেন তরুণী৷ তিনি দেখেন বাড়িতে ঢোকার দরজা বন্ধ৷ কলিং বেল টিপে বাবার সাড়াশব্দ পাননি৷ প্রতিবেশীদের সাহায্যে ধাক্কা দিয়ে দরজা ভাঙেন তরুণী৷ ঢুকে দেখেন ঘরের দরজা খোলা৷ ভিতরে গিয়ে আঁতকে ওঠেন৷ দেখেন চেয়ারে আধ শোওয়া অবস্থায় রয়েছেন ওই বৃদ্ধ৷ গোটা শরীর রক্তে ভিজে গিয়েছে৷ এদিকে, বাড়ির ভিতরে আলমারির দরজাও খোলাই ছিল৷ লন্ডভন্ড প্রায় সবকিছুই৷

Advertisement

[ আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কড়েয়া থানার পুলিশ৷ বিশ্বজিৎ বসুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় ওই বৃদ্ধের গলার নলি কাটা ছিল৷ শরীরের একাধিক অংশেও ছিল আঘাতের চিহ্ন৷ এই ঘটনাটি খুন বলেই প্রায় নিশ্চিত তদন্তকারীরা৷ আলমারি খোলা থাকার ফলে পুলিশের অনুমান লুটপাটে বাধা দেওয়ার জেরেই হয়তো খুন করা হয়েছে ওই বৃদ্ধকে৷ পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত বলেই অনুমান পুলিশের৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কে বা কারা ঘরে ঢুকেছিল তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনার কিনারায় আপাতত বৃদ্ধের মেয়ের সঙ্গেও কথা বলছে কড়েয়া থানার পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement