Advertisement
Advertisement

Breaking News

kali puja

কালীপুজোর রাতে কলকাতায় ফের আক্রান্ত বৃদ্ধা, বেঁধে রেখে লুটপাটের পর মারধর দুষ্কৃতীদের

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

An elderly woman allegedly attacks by goons on kali puja | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 5, 2021 3:41 pm
  • Updated:November 5, 2021 3:41 pm  

অর্ণব আইচ: কালীপুজোর (Kali Puja) রাতে ফের শহরে আক্রান্ত বৃদ্ধা। তাঁকে বেঁধে রেখে বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ভারী বস্তু দিয়ে বৃদ্ধাকে আঘাতও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় টালার খিলাতবাবু লেনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম পদ্মা মণ্ডল। বয়স ৭৩ বছর। টালার খিলাতপুরে মেয়ে ও জামাইয়ের সঙ্গে থাকতেন বৃদ্ধা। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বৃদ্ধার মেয়ে ও জামাই কালীপ্রতিমা দেখার জন্য বাড়ি থেকে বের হন। সেই সময় বাড়িতে একাই ছিলেন পদ্মাদেবী। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগায় আততায়ীরা।

Advertisement

[আরও পড়ুন: দীপাবলিতেই কিস্তিমাত, মাত্র ৬০ টাকা দিয়ে লটারির টিকিট কেটে কোটিপতি বাংলার কৃষক]

বৃহস্পতিবার গভীর রাতে বৃদ্ধার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে বেঁধে ফেলা হয় তাঁকে। এরপরই বাড়িতে লুটপাঠ চালায়। মারধরও করা হয়। অভিযোগ, ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় তাঁকে। মেয়ে-জামাই ফিরে এসে দেখেন লণ্ডভণ্ড গোটা ঘর। উধাও গয়না। জখম অবস্থায় উদ্ধার হয় বৃদ্ধা।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই প্রকাশ্যে আসবে নেপথ্যে কে বা কারা রয়েছে। জানা গিয়েছে, খোয়া গিয়েছে সোনার গয়না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিচিত কেউ থাকতে পারে গোটা ঘটনার নেপথ্যে। সম্ভবত অভিযুক্তরা জানতো যে কালীপুজোর রাতের ওই সময়টায় বাড়িতে একা থাকবেন বৃদ্ধা। সেই সুযোগকেই কাজে লাগায় তাঁরা।

[আরও পড়ুন: বঙ্গ রাজনীতির অপূরণীয় ক্ষতি, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিকমহল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement