Advertisement
Advertisement
Covid-19

করোনা আক্রান্ত ছেলে-বউমা, আতঙ্কে ফিল্মি কায়দায় পালানোর চেষ্টা বৃদ্ধের, পরিণতি মর্মান্তিক

বৃদ্ধের কীর্তিতে হতবাক পুলিশ।

Elderly man jumped to death in Hazra Road area due to Covid scare | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 21, 2021 2:20 pm
  • Updated:April 21, 2021 5:15 pm

অর্ণব আইচ: তিনজনের সংসার। তাঁদের মধ্যে দু’জনের শরীরে থাবা বসিয়েছে করোনা (Coronavirus)। ফলে মারণ ভাইরাস সংক্রমণের আতঙ্কে কাঁটা হয়ে গিয়েছিলেন বৃদ্ধ। ঘর থেকে বেরনোর জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। কিন্তু অনুমতি দিচ্ছিলেন না করোনা আক্রান্ত ছেলে-বউমা। তাই কাপড়ের সাহায্যে রেলিং বেয়ে নিচে নামার চেষ্টা করেছিলেন। যার পরিণতি হল মর্মান্তিক। তিনতলা থেকে রাস্তায় পড়ে মৃত্যু হল বৃদ্ধের।

জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম নাগিনদাস মোহনলাল জাভেরি। বয়স ৮৭ বছর। হাজরা রোডের একটি আবাসনের তিনতলার ফ্ল্যাটে ছেলে-বউমার সঙ্গে থাকতেন তিনি। সম্প্রতি করোনা আক্রান্ত হন তাঁর ছেলে ও বউমা। ফলে ঘরবন্দি হয়ে পড়েন বৃদ্ধ। ছেলে-বউমা তাঁকে বাড়িতেই থাকার পরামর্শ দেন। কিন্তু বন্দিদশা কাটাতে নারাজ ছিলেন বৃদ্ধ। বিভিন্ন অছিলায় বাড়ি থেকে বেরনোর চেষ্টা করছিলেন তিনি। এই পরিস্থিতিতে বুধবার সকালে আচমকা হাজরা এলাকার ফ্ল্যাটের ব্যালকনি থেকে রাস্তায় পড়ে যান বৃদ্ধ। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
ছবি: অরিজিৎ সাহা

[আরও পড়ুন: ২৪ ঘণ্টার ব্যবধানে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, উদ্ধার তৃণমূল কর্মীর গলা কাটা দেহ]

ঘটনাস্থলে যায় পুলিশ। ওই বৃদ্ধ যে ফ্ল্যাটে থাকতেন, তার ব্যালকনি থেকে একটি কাপড় ঝুলতে দেখেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, করোনা আতঙ্কেই ওই কাপড়ের সাহায্যে ফিল্মি কায়দায় ঘর থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন বৃদ্ধ। কিন্তু তার পরিণতি হয় মর্মান্তিক। করোনা আক্রান্ত হওয়ায় বাবার মৃত্যুর পরও বন্দি বৃদ্ধের পুত্র ও বউমা। তাঁরা জানিয়েছেন, ঘর থেকে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন তাঁদের বাবা। বুঝিয়ে তাঁকে ঘরেই রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এর পরিণতি যে এরকম হতে পারে, তা কল্পনা করতে পারেননি কেউ।

[আরও পড়ুন: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, রণক্ষেত্র শালিমার, মোতায়েন পুলিশ ও RAF]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement