Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

শুভেন্দু-দিলীপ কোন্দলের মাঝেই কলকাতায় আসছেন অমিত শাহ, রাতেই বিজেপি অফিসে বৈঠক

শনিবার নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক।

Amit Shah visits Kolkata amidst inner clash between Dilip Ghosh and Suvendu Adhikari | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 16, 2022 10:43 am
  • Updated:December 16, 2022 1:41 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নজরে দেশের পূর্বাঞ্চলের (Eastern Zone) নিরাপত্তা। সেই সংক্রান্ত বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতে কলকাতায় আসছেন অমিত শাহ (Amit Shah)। রাতেই রাজ্য বিজেপি দপ্তরে আসবেন তিনি। রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার নবান্ন সভাঘরের বৈঠকে তাঁর মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী।  

সূত্রের খবর, শুক্রবার রাতে তিনি দমদম বিমানবন্দরে নামবেন। রাতে থাকবেন বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে। তবে এদিন রাতেই তিনি রাজ্য বিজেপির (BJP) নেতাদের সঙ্গে আলোচনা সারবেন দলের সদর দপ্তরে। পরদিন অর্থাৎ শনিবার দিনভর একাধিক কর্মসূচি তাঁর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। নবান্ন (Nabanna) সভাঘরে এই বৈঠকে থাকতে পারেন জোনাল ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: রাতের আকাশে সফল উৎক্ষেপণ অগ্নি-৫-এর, আঘাত হানবে বেজিংয়েও!]

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই সম্ভবত বিজেপির সদর দপ্তরে যাবেন, নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারবেন। এরপর বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন শাহ। শনিবার সকালেই তিনি হোটেল থেকে বেরিয়ে যাবেন নবান্নে। সেখানে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। দিনভর বৈঠকেই ব্যস্ত থাকবে অমিত শাহ। মধ্যাহ্নভোজের পরেও চলবে আলোচনা। সাধারণত পূর্বাঞ্চলের ৫ রাজ্য – পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিমে ঘুরিয়েফিরিয়ে হয় এই বৈঠক। যে রাজ্যে বৈঠক হয়, সেখানকার মুখ্যমন্ত্রী থাকেন ভাইস চেয়ারম্যানের ভূমিকায়। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন এই বৈঠকে।

সূত্রের খবর, শনিবারই অমিত শাহ যেতে পারেন রাজারহাটের বিএসএফ (BSF) ক্যাম্পে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি। সেরে নিতে পারেন জরুরি আলোচনাও। এরপর শনিবার রাতেই তিনি উড়ে যাবেন দিল্লি। অমিত শাহর সফর নিয়ে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ”সরকারি অনুষ্ঠানে আসছেন উনি। পার্টির প্রোগ্রামে না। বিজেপি তাঁকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারে। তার বেশি কিছু নয়।”

[আরও পড়ুন: বিগ বি-কে ‘ভারতরত্ন’ দেওয়া হোক, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দাবি মমতার]

স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফরের আগে আজ থেকে হুগলির ব্যান্ডেলে রাজ্য বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক শুরু হতে চলেছে। বি এল সন্তোষ-সহ কেন্দ্রীয় নেতারা যোগ দিচ্ছেন সেখানে। পঞ্চায়েতে রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি কোন্দল ঠেকাতে কেন্দ্রীয় নেতারা কী দাওয়াই দেন, সেদিকেও নজর। সুকান্ত মজুমদার জানান, ”বিজেপির রাজ্যে দপ্তরে আসবেন অমিত শাহ। আমাদের সঙ্গে বৈঠক করবেন। নেতৃত্বের উচিত একে অপরের বিরুদ্ধে বক্তব্য থেকে বিরত থাকা।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement