রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কাশীপুর রেল কলোনিতে বিজেপি নেতার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। বিজেপির অভিযোগ, খুন করা হয়েছে যুবককে। খবর পেয়েই কলকাতার কর্মসূচিতে পরিবর্তন করলেন খোদ অমিত শাহ। শুক্রবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেই অর্থাৎ বিমানবন্দর থেকে সোজা ঘটনাস্থলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), এমনটাই খবর। দেখা করতে পারেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গেও। এই ঘটনার বিমানবন্দরে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন শাহ নিজেই।
শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনি (Cossipore railway colony) এলাকার পরিত্যক্ত রেল আবাসনে মেলে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ। মৃতের পা ছিল মাটিতে। ফলে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয়রা ও বিজেপির নেতা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে, সুভাষ সরকার-সহ একাধিক বিজেপি নেতা। তাঁদের অভিযোগ, পরিকল্পনা মাফিক মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই বিজেপি নেতাকে।
অর্জুনকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষেরও। তিনি বলেন, “এটা রাজনৈতিক হত্যা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন রাজ্যে। আজ কলকাতায় আসবেন তিনি। তখনও এই ঘটনা। আগে এভাবেই আমাদের একাধিক কর্মীকে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ যেতে পারেন কাশিপুরে, আমিও যাব।”
উল্লেখ্য, সক্রিয়ভাবে বিজেপি করতেন অর্জুন। বিধানসভা ও পুরসভা নির্বাচনে প্রচুর কাজ করেছেন। শুক্রবার অমিত শাহের কর্মসূচিতেও দায়িত্ব ছিল অর্জুনের। জানা গিয়েছে, পুরভোটের পর থেকে অর্জুনকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.