Advertisement
Advertisement

শনিবার রাজ্যে আসছেন না অমিত শাহ, বাতিল সফর

১২ ডিসেম্বরের পর রাজ্যে আসার সম্ভাবনা বিজেপির সর্বভারতীয় সভাপতির।

Amit Shah is not coming Today
Published by: Tanujit Das
  • Posted:December 8, 2018 8:58 am
  • Updated:December 8, 2018 10:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাজ্যে আসছেন না অমিত শাহ। শুক্রবার কলকাতা হাই কোর্টের রায় ঘোষণার পরই, বাতিল করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরসূচি। শুক্রবার রাতে কোচবিহার থেকে কলকাতায় ফিরে এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

[‘শারীরিক চাহিদা মেটাতে চাই’, এসকর্ট সার্ভিস সাইটে গৃহবধূর নামে পোস্ট]

Advertisement

শুক্রবার রাতে কলকাতায় ফিরে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “রথযাত্রা হবেই। অমিত শাহের হাত দিয়েই তার শুভ সূচনা হবে। এবার থেকে রাজ্য প্রশাসনকে না জানিয়েই সভা করব। তৃণমূল কোনও অভিযোগ করলেও তা মানব না।” শুক্রবার কোচবিহার থেকে শুরু হওয়ার কথা ছিল বিজেপির পূর্ব নির্ধারিত রথযাত্রা কর্মসূচি। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের পর থমকে যায় সেই কর্মসূচি। কলকাতা আসার বদলে শুক্রবার দুপুরে নয়াদিল্লির সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত শাহ। সেখানে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা হবেই বলে হুঙ্কার দেন বিজেপির সর্বভারতীয় সভাপতিও। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপির রথযাত্রা হলে ‘পরিবর্তনের ভিত প্রতিস্থাপিত’ হয়ে যাবে, সেই ভয়েই রাজ্য সরকার তার অনুমতি দেয়নি। রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে শাহ বলেন, “বাংলার সরকার ও মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কণ্ঠরোধ করে রেখেছেন। বাংলার সরকার ভোটব্যাংকের রাজনীতি করছে। রাজনৈতিক দল এটা করেই থাকে। কিন্তু বাংলায় প্রশাসন ভোটব্যাংকের রাজনীতি করছে।” রথযাত্রা আপাতত স্থগিত হলেও, আইনি পথে লড়াইয়ের ইঙ্গিতও দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

[সোশ্যাল মিডিয়ায় আলাপ জমিয়ে মাদক পাচার, শ্রীঘরে যুবক]

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু শুক্রবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চও রথযাত্রার অনুমতি দেয়নি বিজেপিকে। পাশাপাশি, রাজ্য সরকারের কাজেও হতাশা প্রকাশ করেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। তিনি নির্দেশ দেন, আগামী ১২ ডিসেম্বরের মধ্যে বিজেপির তিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে হবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে। সেই বৈঠকেই রথযাত্রা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দুইপক্ষকে এবং সেই সিদ্ধান্ত আগামী ১৪ ডিসেম্বর হাই কোর্টকে জানাতে হবে। এমনকী, বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চের রায়কেও সংশোধন করেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এবং সেই রায়ের গ্রহণযোগ্যতা নেই বলে দাবি করেন তাঁরা। সূত্রের খবর, হাই কোর্টের এই নির্দেশের পরই অমিত শাহের সফরসূচি বাতিল করা হয়েছে এবং শনিবার রাজ্যে আসছেন না বলে জানানো হয়েছে। রাজ্য বিজেপি সূত্রের খবর, ১২ ডিসেম্বরের পর রাজ্যে আসতে পারেন সর্বভারতীয় সভাপতি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement