Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

লোকসভার আগে ফের হিন্দুত্বে শান, রাজ্যে একাধিক রথযাত্রার পরিকল্পনা শাহ-নাড্ডাদের

এদিকে চলতি মাসেই রাজ্যে আসবেন শাহ-নাড্ডারা।

Amit Shah and J.P Nadda to flag off poll campaigns in Bengal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 6, 2023 10:26 am
  • Updated:January 6, 2023 1:56 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: চব্বিশের লোকসভা ভোটকে সামনে রেখে বাংলায় রথযাত্রা কর্মসূচি নিতে পারে বিজেপি। এমনই ভাবনা চিন্তা চলছে বলে দলীয় সূত্রে খবর। যদিও এই রথযাত্রার কর্মসূচি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রাজ্য নেতারা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এসব বিষয়ে এখন কোনও সিদ্ধান্ত হয়নি।

Amit Shah and J.P Nadda to flag off poll campaigns in Bengal

Advertisement

বিজেপি (BJP) সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্বের বার্তা প্রচার করতে একেকটি রথযাত্রার উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ, জে পি নড্ডা, নরেন্দ্র মোদি (Narendra Modi), যোগী আদিত্যনাথরা। এই পর্বে মোট ছ’টি রথ চালাবে বিজেপি। সেগুলি হল-
দার্জিলিং রথ:(দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার)
গৌড়বঙ্গ রথ: (মালদহ উত্তর, দক্ষিণ, বালুরঘাট, রায়গঞ্জ)
নবদ্বীপ রথ: (রানাঘাট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বনগা)
রারবঙ্গ রথ: (বীরভুম, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলী, আরামবাগ)
সুন্দরবন রথ: (মথুরাপুর, ডায়মন্ড হারবার, জয়নগর)
কলকাতা রথ: (কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, ব্যারাকপুর, হাওড়া সদর, উলুবেড়িয়া, শ্রীরামপুর)

[আরও পড়ুন: আরও বিপাকে ববিতা, এবার পরেশকন্যার থেকে পাওয়া ১৫ লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত রাখার নির্দেশ হাই কোর্টের]

দলের একটি অংশ বলছে, সবকিছু চূড়ান্ত হওয়ার আগে এই কর্মসূচি জানাতে চাইছে না গেরুয়া শিবির। চলতি মাস থেকেই লোকসভা কেন্দ্র ভিত্তিক প্রবাসে অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা আসবেন। দুটি লোকসভায় একদিনে কর্মসূচি করবেন তাঁরা। প্রতি মাসেই আসতে পারেন শাহ-নাড্ডা। পাশাপাশি অঞ্চল সম্মেলন ও রাজ্য নেতাদের প্রবাস শুরু হবে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষরা জেলায় জেলায় প্রবাস করবেন। মন্ত্রী-সাংসদ ও বিধায়কদের নিজের এলাকা ছাড়াও পাশের এলাকা দেখতে হবে। বৃহস্পতিবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সংগঠন নিয়ে এরকম একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘প্রিয় দিদি’কে জন্মদিনের শুভেচ্ছা, মমতাকে ‘মিষ্টি’ উপহার পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়]

এদিকে, ১৯ জানুয়ারি রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছেন দলের রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার। জানুয়ারি মাসে নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর স্থগিত হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিল বঙ্গ বিজেপি নেতারা। এদিন সুকান্ত ফের জানালেন, জাতীয় কর্মসমিতির বৈঠক হয়ে যাওয়ার পর ১৯ জানুয়ারি আসবেন নাড্ডা। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসবেন। যদিও মোদি ও শাহ কবে আসছেন তার কোনও দিনক্ষণ অবশ‌্য দলের তরফে এদিন জানানো হয়নি।

বিজেপির এই রথযাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, “রথযাত্রা জগন্নাথের হয়৷ এর আগে আডবানীর রথযাত্রা দেখেছিলাম। যা বাংলায় দাঙ্গা ঘটিয়েছিল। বন্ধু জ্যোতি বসু থামাননি৷ লালুপ্রসাদ যাদব থামান। জগন্নাথের রথযাত্রায় আমরা সবাই থাকি৷ আর যদি মানুষের মধ্যে বিষ ছড়াতে হয়, তাহলে তা হওয়া উচিত নয়৷ রথযাত্রা সাম্প্রদায়িক, ধর্মীয় জিগির হলে হওয়া উচিত নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement