Advertisement
Advertisement

Breaking News

Amit Mitra

করোনা আক্রান্ত অমিত মিত্র, হাসপাতালে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী

কেমন আছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী?

Amit Mitra Corona Virus Positive
Published by: Paramita Paul
  • Posted:July 15, 2024 7:01 pm
  • Updated:July 15, 2024 7:43 pm

ক্ষীরোদ ভট্টাচার্য: ফের কলকাতায় করোনার থাবা! কোভিড আক্রান্ত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি। তবে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়।

পরিবার ও  হাসপাতাল সূত্রে খবর, সোমবারই জানা যায় করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। সূত্রের খবর, অমিত মিত্রের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তিনি ডায়বেটিসেরও রোগী। বয়সও হয়েছে। এমন পরিস্থিতি করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা মোটেও উদ্বেগজনক নয়। নিয়ম মেনে তাঁর চিকিৎসা চলছে। চিন্তার কোনও বিষয় নেই।

Advertisement

[আরও পড়ুন: ‘নাগরাজ’ আগলে রেখেছিলেন পুরীর রত্নভাণ্ডার? বেরিয়ে এসে কী বললেন বিচারপতি?]

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সারা দেশে ২৭২ জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ কেপি.২ দ্বারা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বাংলা থেকে যাওয়া ৩০টি নমুনা রয়েছে। বাংলা থেকে গত চারমাসে যে কটি নমুনা জিন বিশ্লেষণ এর জন্য পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে ৩০টি নমুনা পজিটিভ আসে। অর্থাৎ তারা কেপি.২ নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস বা FLiRT ভ্যারিয়েন্টে আক্রান্ত।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত সমিতির বৈঠক ঘিরে ধুন্ধুমার খানাকুলে! মাথা ফাটল সভাপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ