Advertisement
Advertisement

Breaking News

চতুর্থীর আগেই চালু হতে পারে মাঝেরহাট সেতুর বিকল্প পথ

মাত্র কুড়ি দিনেই লেভেল ক্রসিং ও বিকল্প রাস্তা তৈরির কাজ শেষ৷

Alternative road to Majerhat bridge to open before pujas
Published by: Monishankar Choudhury
  • Posted:October 11, 2018 11:30 am
  • Updated:October 11, 2018 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় স্বস্তি পেতে চলেছেন বেহালাবাসীরা৷ চতুর্থীর আগেই চালু হয়ে যেতে পারে মাঝেরহাট সেতুর নিচের বিকল্প রাস্তা৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ৷ নজির গড়ে মাত্র কুড়ি দিনেই লেভেল ক্রসিং ও বিকল্প রাস্তা তৈরির কাজ শেষ করে ফেলেছে রেল ও পূর্তদপ্তর৷

[সেনা-জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত উপত্যকা, ধৃত একাধিক সন্ত্রাসবাদী]

Advertisement

সূত্রের খবর, বুধবার রাতের মধ্যে চেতলা খালের উপর দু’টি বেইলি ব্রিজ বানানোর কাজ সম্পূর্ণ করেছেন ইঞ্জিনিয়াররা ও কর্মীরা৷  দিনরাত অক্নান্ত পরিশ্রম করে সেতু দুটি বানিয়েছেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের  ১৫০ জন ইঞ্জিনিয়াররা৷ তবে সামান্য কিছু কাজের জন্য বৃহস্পতিবার বিকল্প রাস্তাটি খোলা হয়নি৷ পূর্তদপ্তর সূত্রে খবর, ট্রাফিকের সিগন্যাল এবং আলো বসানোর কাজ চলছে৷ তা সম্পূর্ণ হলেই শুক্রবার খুলে দেওয়া হতে পারে বিকল্প পথ৷ রেল কর্তাদের দাবি, এত কম সময়ের মধ্যে লেভেল ক্রসিং তৈরি করার নজির নেই৷ গত ১৯ সেপ্টেম্বর লেভেল ক্রসিং তৈরির অনুমতি দেয় রেল বোর্ড৷ তারপরই যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হয় রেল ক্রসিং, ওভারহেড তারের খুঁটি সারানোর কাজ৷ পূর্তদপ্তরের সঙ্গে সমন্বয় রক্ষা করেই এই কাজ করা হয়েছে৷ তবে বেইলি ব্রিজের উপর হাইট ব্যারিয়ার বসিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে৷

পুজোর আগেই এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সেতু বিপর্যয়ে বেহাল বেহালার মানুষ৷ প্রশাসনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই৷ গত ৪ সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভাঙার পর থেকেই চরম দুর্দশায় বেহালা সহ দক্ষিণ শহরতলির কয়েক লক্ষ মানুষ। ঘুরপথে যাতায়াতে প্রচুর সময় এবং টাকা দুইই ব্যয় করতে হচ্ছে নিত্যযাত্রীদের। বেহালার পুজো কমিটিগুলিও ব্রিজ নিয়েই চিন্তায়। অন্যবারের তুলনায় এবছর ভিড় কম হবে বলেও আশঙ্কা করছিলেন স্থানীয় পুজো কমিটিগুলি। তবে, সেসব চিন্তা থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ।                     

[ওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল তিতলি, বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা]           

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement