Advertisement
Advertisement
চিড়িয়াখানা

বাঘ-সিংহ যে যার ঘরে, নাছোড় হরিণ-জেব্রা, আমফান তাণ্ডবে চিন্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ

বাক্সবন্দি করে রাখা হয়েছে অ্যানাকোন্ডা আর তার সঙ্গীদের।

Alopore Zoo authority are worried for Zebras and deers
Published by: Sulaya Singha
  • Posted:May 20, 2020 8:21 pm
  • Updated:May 20, 2020 10:35 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পূর্বাভাস পেয়ে আগেভাগেই বাঘ, সিংহ, শিম্পাঞ্জিদের ঘরে ঢুকিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। বাক্সবন্দি করে রাখা হয়েছে অ্যানাকোন্ডা আর তার সঙ্গীদের। লম্বা মাথা জিরাফের ঝড়ে প্রবল ভয়। নিজেরাই সপরিবার সকাল থেকে ঘরে ঢুকে বসে। কিন্তু হরিণ আর জেব্রাগুলোই যত চিন্তার কারণ। কিছুতেই তাদের ঘরে রাখা যাবে না।

এরই মধ্যে মাঝারি আকারের দু-একটা গাছ ভেঙে পড়েছে চত্বরে। দুশ্চিন্তায় বুধবার গোটা রাতটাই কাটাতে হচ্ছে কর্তৃপক্ষকে। এমনিতেই কদিন ধরে একলা হওয়ায় স্বভাব বদলেছে আলিপুর চিড়িয়াখানায় আবাসিকদের। শিম্পাঞ্জি বাবু শান্ত হয়ে গিয়েছিল। বাঘেরা আবার বেশি আগ্রাসী হয়ে উঠেছিল। এর মধ্যেই রোজ নিয়ম করে দু’বেলা তাদের সঙ্গে ভুলছিলেন না অধিকর্তা আশীষ সামন্ত। চলছিল স্বাস্থ্য পরীক্ষা। তার মধ্যেই কদিন ধরে আমফান দাপটের পূর্বাভাস চিন্তা বাড়িয়েছিল। এদিন সকালে সকলকে নাইয়ে খাইয়ে তাই আগেই ঘরমুখো করে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: মানবিকতার নজির, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করল জয়সওয়াল সমাজ]

অধিকর্তা বলছেন, “বাঘ, সিংহ, চিতা, জিরাফের নিয়ে চিন্তা নেই। ওরা যে যার ঘরেই আছে। কর্মীরাও তিনটি ভাগে একেকটি পয়েন্ট থেকে পাহারা দিচ্ছে। তাদের পক্ষেও সকলের ঘরে গিয়ে দেখা রাতে সম্ভব নয়। কিন্তু চিন্তায় রেখেছে হরিণ আর জেব্রা। ওদেরকে ঘরে ঢোকানো যায়নি।”

চিড়িয়াখানা চত্বরে যে গাছ পড়েছে সেগুলোর কী হবে? অধিকর্তা জানাচ্ছেন, সকালে বিপর্যয় থামলে বেরবে সবাই। সবটা দেখা হবে। তবে অবলা প্রাণীগুলো যে অবস্থায় রয়েছে তাতে চিন্তা রাতে কমবে না। রাতে একবার পরিস্থিতি দেখতে বেরোনোর কথা কর্মীদের। তাদের নির্দেশ দেওয়া আছে সম্ভব হলে দ্রুত গিয়ে যদি পড়ে যাওয়া গাছগুলো কেটে সরিয়ে দেওয়া যায়। সেই ফাঁকেই একবার হরিণ আর জেব্রাগুলোকে দেখে আসবেন বলে জানিয়েছেন সামন্তবাবু।

[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় প্রাণ হারাননি একজনও, রাজ্যে আক্রান্ত আরও ১৪২]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement