Advertisement
Advertisement
Duare sarkar

চার প্রকল্পে ৭ দিনেই প্রায় একশো শতাংশ পরিষেবা প্রদান! বাজিমাত দুয়ারে সরকারে

অনুমোদনের কাজ আরও দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিয়েছে নবান্ন। 

Almost 100% service delivered within 7 days in four projects at Duare sarkar | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 19, 2023 11:12 am
  • Updated:April 19, 2023 11:12 am  

স্টাফ রিপোর্টার: আবেদনপত্র জমা নেওয়ার কাজ শেষ হয়েছে ১০ এপ্রিল। শুরু হয়েছে পরিষেবা দেওয়ার কাজ। সেখানেই বাজিমাত করল নবান্ন। ‘দুয়ারে সরকার’-এর চার প্রকল্পে সাতদিনেই পরিষেবা দিয়ে ফেলল প্রায় একশো শতাংশ।

মঙ্গলবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, শীর্ষে রয়েছে ‘ঐক‌্যশ্রী’। এই প্রকল্পে ২,৫৯,৩৯৫টি আবেদন জমা পড়েছে। সবগুলিই অর্থাৎ ১০০ শতাংশ আবেদনই অনুমোদিত। সাফল্যের নিরিখে এরপরেই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ও কন‌্যাশ্রী প্রকল্প। দু’টি ক্ষেত্রেই সাফল্যের হার ৯৯ শতাংশ। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় জমা পড়েছিল ১৬,৪৫,৬৮৭টি আবেদন। ১৬,৩১,১০৯টি অনুমোদিত হয়েছে। কন‌্যাশ্রী-তে ১,৫৯, ২৬৪ জন আবেদনকারীর মধ্যে ১,৫৮,৩০৬ জন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। স্বাস্থ‌্যসাথী প্রকল্পে ৪,৫২,০৭১টি আবেদনের মধ্যে অনুমোদিত হয়েছে ৪,৩১,৩৩১টি। অর্থাৎ আবেদনকারীদের ৯৫ শতাংশই অন্তর্ভুক্ত হয়েছেন। পিছিয়ে থেকেও ৯০ শতাংশ আবেদনই অনুমোদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে আবেদন জমা পড়েছিল ১১,০৩,৫৮০। ৯,৯৪,১০৯টি আবেদনই গ্রাহ‌্য হয়েছে। অনুমোদনের কাজ আরও দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিয়েছে নবান্ন। 

Advertisement

[আরও পড়ুন: তাপপ্রবাহের মাঝেই সুখবর, সপ্তাহান্তেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে বাংলার এই জেলাগুলি]

এদিন মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। ২৬ এপ্রিল মন্ত্রী ও আমলাদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন নবান্নে তারই প্রস্তুতি বৈঠক সারেন মুখ্যসচিব। যে সব সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের কাছে যায়, সেগুলোর টাকা ইতিমধ্যেই ছাড়া শুরু হয়েছে। অধিকাংশ উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন। বাকিদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে ২৬ এপ্রিলই শুরু করবেন মুখ‌্যমন্ত্রী। বিডিও থেকে জেলাশাসক এদিন প্রাসনের সব স্তরের সঙ্গেই মুখ্যসচিব বৈঠক করেন। পানীয় জল, রাস্তা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, দুয়ারে সরকার, সমন্বয় পোর্টাল-একাধিক বিষয় নিয়ে কথা হয়। মুখ‌্যসচিব জানিয়ে দেন, ‘‘নিজেদের কাজ ভেবেই দ্রুততার সঙ্গে কাজ সারতে হবে।’’ সব ক্ষেত্রেই লক্ষ‌্য মাত্রা বেঁধে দেওয়া হচ্ছে। রাস্তার কাজেও গতি আনতে বলা হয়েছে। এছাড়া চালু প্রকল্পগুলোর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তথ্য মজুত রাখতে বলা হয়েছে প্রশাসনের সব আধিকারিককে। প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হলে তা পোর্টালে আপডেট করতে হবে। শেষ না হলে তার কারণও যেন স্পষ্ট থাকে।

দুয়ারে সরকারের মাধ‌্যমে ৩৩টি প্রকল্পের পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পরিষেবা দেওয়ার কাজ শেষ। নবান্ন সূত্রে খবর, শতাংশের বিচারে এখনও পর্যন্ত সবচেয়ে ভাল পরিষেবা প্রদান করেছে পূর্ব মেদিনীপুর (৯৩)। দক্ষিণ ২৪ পরগনা ৯২ শতাংশ, নদিয়া ৯১ শতাংশ, মুর্শিদাবাদ ৯০ শতাংশ, উত্তর ২৪ পরগনা ৮৫ শতাংশ। পরিষেবা প্রদানের প্রথম সাতদিনে প্রায় ৫০,৫১৯টি ক‌্যাম্প চালু হয়েছে। ১৭ এপ্রিল চালু হয়েছে ১২,৩৫৫টি। পরিষেবা প্রদানের প্রথম সাতদিনে ৪,৬১,১২৯ জন মানুষ এসেছে ক‌্যাম্পে। বুধবারই এসেছেন ১,৩৫,২৯৩ জন। দুয়ারে সরকার চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

[আরও পড়ুন: সরকারি বাসে ভাড়ার তালিকা টাঙাতেই হবে, বাড়তি টাকা নিলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement