প্রতীকী ছবি
দিশা আলম, বিধাননগর: বিধাননগর গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সায়ন্তন দাস। সে হাওড়ার বাসিন্দা। এলাকারই এক স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। অভিযোগ, বিধাননগর গোয়েন্দা শাখার এক পুলিশকর্তার নাম করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলে ওই পড়ুয়া। এরপরই একাধিক ব্যক্তিকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে টাকা চাইতে শুরু করে বলে অভিযোগ।
আরও জানা গিয়েছে, গত ৯ নভেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে। লিখিত অভিযোগে বলা হয়, গোয়েন্দা শাখার কর্মরত পদস্থ পুলিশ আধিকারিকের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যক্তির থেকে মেসেঞ্জারে টাকা চাওয়া হচ্ছে। এরপরই তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তারই ভিত্তিতে সোমবার রাতে হাওড়া এলাকা থেকে সায়ন্তনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃত পড়ুয়াকে বিধাননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।
এই গ্রেপ্তারির পর প্রশ্ন উঠছে, একাদশ শ্রেণির এক পড়ুয়ার পক্ষে এই কাজ একা আদৌ করা সম্ভব কি না। পিছনে কোনও চক্র কাজ করছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। সায়ন্তনকে কি মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে? ধৃত পড়ুয়াকে হেফাজতে নিয়ে সেই তথ্য জানতে চেষ্টা করছে সাইবার থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.