Advertisement
Advertisement

Breaking News

Garfa

বন্ধুর ফ্ল্যাটে বান্ধবীকে মাদক খাইয়ে ধর্ষণ! পুলিশের জালে গড়ফার ছাত্র

প্রবল শোরগোল গড়ফা থানা এলাকায়।

Allegation of physical assult, a Garfa youth arrested

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 1, 2025 11:11 am
  • Updated:January 1, 2025 12:23 pm  

অর্ণব আইচ: বান্ধবীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল গড়ফা থানা এলাকায়। অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী কলকাতার এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। অভিযুক্ত যুবকের সঙ্গে একই স্কুলে পড়তেন তিনি। তবে স্কুল ছেড়ে আসার পর স্বাভাবিক নিয়মেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবার তাঁদের মধ্যে যোগাযোগ শুরু হয়। এরপরই দেখা করার প্ল্য়ান করেন তাঁরা। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর পুরনো বন্ধু সৃঞ্জয় দাশগুপ্তের সঙ্গে দেখা করেন তরুণী। সেটাই কাল হল।

Advertisement

অভিযোগ, বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে তরুণীকে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করে ওই ছাত্র। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাতেই অভিযুক্তকে গড়ফার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। পথে নেমেছে এত মানুষ। শাস্তির দাবিতে আন্দোলন এখনও চলছে। তা সত্ত্বেও পরিস্থিতি বদলাচ্ছে না। ফের লালসার শিকার তরুণী। প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement