প্রতীকী ছবি
অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তরুণী পুলিশের দ্বারস্থ হতেই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক। আজ, বুধবারই তাঁকে আদালতে তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চেতলায়।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজু রায়। অভিযোগকারীর সঙ্গে পরিচয়ের পর থেকেই ধীরে ধীরে কথা বার্তা বাড়তে থাকে তাঁদের। একটা সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। স্বাভাবিকছন্দেই চলছিল সবটা। নিয়মিত তাঁরা দেখা করতেন। অভিযোগকারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন যুবক।
পাঁচবছর পর আচমকা ছন্দপতন। দূরত্ব বাড়তে থাকে যুগলের। বিয়েতে বেঁকে বসেন রাজু। একাধিকবার কথা বলেও লাভ হয়নি বলেই খবর। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে রাজুকে। বুধবার আদালতে পেশ করা হয়েছে ধৃতকে। পুলিশের তরফে জানানো হয়েছে, চেতলার বাসিন্দা এক তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ামাত্রই পদক্ষেপ করা হয়েছে। রাজু রায় নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের দাবি, তাঁকে পরিকল্পনামাফিক ফাঁসানো হয়েছে। এদিকে ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.