Advertisement
Advertisement
চিঠি

সন্দেশখালি নিয়ে কেন্দ্রের ‘পরামর্শের’ কড়া জবাব রাজ্যের, অমিত শাহকে চিঠি পার্থর

শান্ত বাংলাকে অশান্ত করার রাজনৈতিক চক্রান্ত, চিঠিতে অভিযোগ তৃণমূল মহাসচিবের৷

All peace in Bengal! TMC's letter tells HM Amit Shah
Published by: Sucheta Sengupta
  • Posted:June 10, 2019 10:14 am
  • Updated:June 10, 2019 10:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘাত অবশ্যম্ভাবীই ছিল৷ সোমবার সকাল হতেই বোঝা গেল, কেন্দ্রের কথা সহজে মানতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল৷ বরং বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলার পথেই হাঁটছে তারা৷ অমিত শাহকে চিঠি লিখে কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷

[আরও পড়ুন: ‘মমতা একজন শয়তান’, বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের]

বসিরহাটের ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষের খবর কানে পৌঁছাতেই শনিবার রাতে রিপোর্ট তলব করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক৷ রবিবার কেন্দ্রের তরফে অ্যাডভাইজারি এসে পৌঁছায় রাজ্যের কাছে৷ যাতে স্পষ্ট উল্লেখ ছিল, বসিরহাটে শান্তি বজায় রাখতে যা যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় পদক্ষেপ যেন নেওয়া হয় রাজ্যের তরফে৷ এমনকী অ্যাডভাইজারিতে এও বলা হয়, এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা যেসব পুলিশ কর্মী বা আধিকারিক নিজেদের দায়িত্ব ঠিকমত পালন করেননি, তাঁদের ওখান থেকে সরিয়ে দেওয়া হোক৷ স্বরাষ্ট্র মন্ত্রকের এই অ্যাডভাইজারি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জল্পনা উসকে উঠেছিল, ফের একবার সংঘাতের পথে হাঁটতে চলেছে কেন্দ্র-রাজ্য৷ কারণ, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত, এই যুক্তি দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডভাইজারি খুব সহজে মেনে নেবে না রাজ্য, এই ইঙ্গিত পূর্বের বহু ঘটনা থেকেই ছিল৷

Advertisement

রাতেই তৃণমূলের তরফে কেন্দ্রের এই অ্যাডভাইজারির বিরোধিতা করা হয়৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়, বাংলার সঙ্গে ফের বিমাতৃসুলভ আচরণ শুরু করেছে  নবগঠিত কেন্দ্রীয় সরকার৷ আর সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তাতে উল্লেখ করা হয়েছে, বাংলা যথেষ্ট শান্তিপূর্ণ৷ তাতে উসকানি দিয়ে অশান্তি করার চক্রান্ত চলছে বিজেপির তরফে৷ তাই এই অ্যাডভাইজারি নোট৷ এর মাধ্যমে রাজ্যবাসীকে অপমান করা হয়েছে বলে পালটা অভিযোগ তৃণমূলের৷ এর বিরুদ্ধে সবরকম প্রতিরোধ করা হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে৷ এদিকে, আজই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ সেখানে ন্যাজাটের রাজনৈতিক সংঘর্ষের বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে৷ সবমিলিয়ে, বসিরহাটের ঘটনা রাজ্যের সীমা ছাড়িয়ে যে কেন্দ্রকেও ভাবিয়ে তুলেছে, তা বোঝাই যাচ্ছে৷     

[আরও পড়ুন: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ১২ জুন লালবাজার অভিযান বিজেপির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement