Advertisement
Advertisement

Breaking News

নির্বাচনী আচরণবিধি মানছে না তৃণমূল, কমিশনের কাছে নালিশ বিজেপির

লোকসভা নির্বাচন সুষ্ঠু করতে কমিশনে সর্বদল বৈঠক।

 All party meet at State Election Commission
Published by: Tanujit Das
  • Posted:March 11, 2019 7:16 pm
  • Updated:March 11, 2019 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ঘোষণা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ৷ লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি৷ কিন্তু সেই বিধি মানছে না রাজ্য সরকার৷ রাজ্যের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং ঝুলছে৷ সোমবার সর্বদল বৈঠকে নির্বাচন কমিশনের কাছে এমনই অভিযোগ জানিয়ে এল বিজেপি৷ গেরুয়া শিবিরের দাবি, ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ করতে রাজ্যের পুলিশ অফিসারদের বদলি প্রক্রিয়ার উপর নজরদারি করতে হবে কমিশনকে৷

[ভোট ঘোষণার পরই দলবদল, বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসে নেতা রাকেশ সিং ]

Advertisement

রাজ্যে সাত দফার এই নির্বাচনকে স্বাগত জানানোর পাশাপাশি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘গতকাল থেকে কোড অফ কনডাক্ট লাগু হয়েছে৷ কিন্তু তারপরেও রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর হোর্ডিং ঝুলেছে৷ কমিশন যাতে রাজ্য সরকারকে এখনই সেই সমস্ত হোর্ডিং সরানোর নির্দেশ দেয়, সেকথা বলেছি৷ নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারকে সব হোর্ডিং সরিয়ে ফলতে হবে৷ এবং জনগণের সম্পত্তিতে কোনও রাজনৈতিক হোর্ডিং দেওয়া যাবে না৷’ শুধু তাই নয়, রাজ্য পুলিশের অফিসারদের বদলি প্রক্রিয়াতেও কমিশনকে নজর দেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি৷ তাঁদের দাবি, রেভিনিউ ডিস্ট্রিক্টের বাইরে অফিসারদের বদলি করতে হবে৷ অর্থাৎ কোনও অফিসারকে আগেকার কর্মস্থলের কাছাকাছি কোনও এলাকায় বদলি করা যাবে না৷ দূরে পাঠাতে হবে৷ পাশাপাশি, গুণ্ডাদমন, অস্ত্র উদ্ধার-সহ একাধিক বিষয়ে নজরদারির জন্য এদিন নির্বাচন কমিশনের কাছে দাবি পেশ করেছে গেরুয়া শিবির৷

[এসটিএফ-এর জালে বিস্ফোরক কালোবাজারির নাটের গুরু ‘সাহুবাবু’]

রবিবার ভোটের সূচি প্রকাশের পর সোমবারই রাজ্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরের ডাকা সর্বদল বৈঠকে হাজির ছিলেন সবদলের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে মূলক এত দফায় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, ‘গরমের কারণে মানুষের অসুবিধা হবে৷ এবং ওই সময় বিশেষ একটা সম্প্রদায়ের উৎসব চলবে৷ এই সমস্ত বিষয়ে কমিশনকে জানান হয়েছে৷’ সিপিএমের তরফে রবীন দেব বলেন, ‘সমস্ত ভোটদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কমিশনকে৷ ভোটকেন্দ্রে যাওয়া থেকে শুরু করে ভোট দিয়ে বাড়ি ফেরা পর্যন্ত ভোটারদের যাতে কোনও হামলার মুখে পড়তে না হয়, সেবিষয়ে নজর রাখতে হবে কমিশনকে৷ রবিবারও অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছেন৷ ভোটারদের আস্থা ফিরিয়ে আনার জন্য কমিশনকে সঠিক পদক্ষেপ নিতে হবে৷’ লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এদিন রাজ্যের সমস্ত দলকে নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। যেখানে তৃণমূলের তরফে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতা সুব্রত বক্সি৷ বিজেপির তরফে কমিশনে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার এবং সিপিএমের রবীন দেব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement