Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro Railway

বড়দিনের আগেই যাত্রীদের জন্য সুখবর, পরিষেবায় বড় বদল আনছে মেট্রো

কবে থেকে মিলবে পরিষেবা? দিনের প্রথম মেট্রোই বা কখন? জেনে নিন খুঁটিনাটি।

all metros will go up to Dakshineswar station

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:December 20, 2024 8:51 pm
  • Updated:December 20, 2024 8:51 pm  

নব্যেন্দু হাজরা: ব্লু লাইনের যাত্রীদের জন্য বড় সুখবর। এবার থেকে সব মেট্রো রেল প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অর্থাৎ দমদম কিংবা নোয়াপাড়া এবার থেকে প্রান্তিক স্টেশনের তকমা হারাচ্ছে।

সামনেই বড়দিন। তারপরেই নতুন বছর। শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের উৎসব। আর তারই মধ্যে আগামী ২৩ ডিসেম্বর, সোমবার থেকেই এই পরিষেবা কার্যকরী হবে বলে জানানো হয়েছে। এখন থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর অবধি যাবে। ফলে নোয়াপাড়া, বরানগর, দক্ষিণেশ্বরের যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন। এতদিন কবি সুভাষ থেকে আসা সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যেত না। দমদম স্টেশনে গিয়ে যাত্রা শেষ করে বহু ট্রেন। বহু যাত্রীকে মেট্রো থেকে নেমে অন্যভাবে দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছতে হয়। অফিস ফেরত যাত্রীদের ভিড়ে দমদম স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কিও হতে দেখা যায়। জানা দিয়েছে, বর্তমানে ১৮ মিনিট সময়ের ব্যবধানে মেট্রো রেল দক্ষিণেশ্বর যায়। সেই সময়ের ব্যবধান কমিয়ে সাত মিনিট করা হয়েছে।

Advertisement

অফিস টাইমে সময়ের ব্যবধান কম থাকলেও পরে তা বেড়ে যায়। ফলে কোনও ব্যক্তির ব্যস্ততা থাকলে তাঁকে অপেক্ষা করতে হত পরের নির্ধারিত মেট্রোর জন্য। বড়দিন থেকে বছর শুরুর প্রথম সপ্তাহ পর্যন্ত মেট্রোতে যাত্রী সংখ্যা বাড়বে। যাত্রীস্বার্থে আগেই তাই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ৬টা ৫০মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়ে। আগামী ২৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে সকাল ৬টা ৫০মিনিটে প্রথম মেট্রো কবি সুভাষ যাওয়ার জন্য ছাড়বে। এতদিন সেই মেট্রো ছাড়ার সময় ছিল সকাল সাতটা। কবি সুভাষ থেকে সকালে ছাড়া মেট্রোর কোনও সময়সূচি বদল হয়নি।

রাতের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোর সময়সীমার কোনও বদল হয়নি। রাতের বিশেষ ট্রেন ১০টা ৪০ মিনিটেই দুই অভিমুখে থাকছে। তবে ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা আপাতত চলবে। প্রতি মেট্রোতে কত সংখ্যক যাত্রী থাকবেন? তার উপর কি পরিষেবার ভবিষ্যৎ নির্ভর করবে? সেই প্রশ্ন থাকছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement