গোবিন্দ রায়: আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর আর্থিক দুর্নীতিতে সিআইডিকে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিআইডির আর্জি খারিজ করে রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ। ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, “গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন?” আগামী তিনদিনের মধ্যে তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ।
আলিপুরদুয়ারের এক সমবায় গোষ্ঠীর অন্তত ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। গত ২৪ আগস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টের নির্দেশের পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি। পরিবর্তে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতেই চরম বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন তিনি। আগামী দুসপ্তাহের মধ্যে এই টাকা রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে।
ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, “গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে সিআইডি এতদিনেও জানে না। কিন্তু আমি জানি।” একইসঙ্গে আদালতের নির্দেশ, সিআইডি থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার তিনদিনের মধ্যে স্থানান্তর করতে হবে। পরের ৩ দিনের মধ্যে এই তদন্ত শুরু করবে সিবিআই। তদন্ত করবে ইডিও। যদি নির্দেশ কার্যকর না হয় তাহলে স্বরাষ্ট্রসচিবকে তলব করা হবে। রেজিস্ট্রারকে নির্দেশ কার্যকরী করতে হবে। আগামী বৃহস্পতিবার থেকেই তদন্ত শুরু করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.