Advertisement
Advertisement
SBI

ব্যাঙ্কে আর্থিক দুর্নীতি মামলা: SBI চেয়ারম্যান-সহ চার কর্তাকে তলব আলিপুর আদালতের

আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২৫ আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে হবে ব্যাঙ্কের ওই চার কর্তাকে।

Alipur court summon SBI chairman and four other officers
Published by: Sucheta Sengupta
  • Posted:December 12, 2024 7:18 pm
  • Updated:December 12, 2024 8:10 pm  

গোবিন্দ রায়: জালিয়াতি ও আর্থিক প্রতারণার অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অভিযুক্ত চার কর্মকর্তাকে তলব করল আলিপুর আদালত। বুধবার আলিপুর ৯ নম্বর অফিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ মিত্র নির্দেশ দেন, আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২৫ আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে হবে ব্যাঙ্কের ওই চার কর্তাকে।

আবেদনকারীর আইনজীবী সুবীর রঞ্জন চক্রবর্তী জানান, অভিযুক্ত চার ব্যাঙ্ক কর্তার মধ্যে রয়েছেন এসবিআই-এর চেয়ারম্যান, চিফ ম্যানেজার, এসবিআই, এস্টেট অ্যাসেস রিকভারি ব্রাঞ্চ, সাউথ বেঙ্গল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এস্টেট অ্যাসেস রিকভারি ব্রাঞ্চ, সাউথ বেঙ্গল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের অক্টোবরে ব্যাঙ্কের তরফে ১৪৮ স্কোয়ার ফিটের একটি গ্যারেজ নিলামে তুলবে বলে প্রথম সারির দৈনিকে বিজ্ঞপ্তি দেয় এসবিআই। সেখানে অংশ নিয়ে আলিপুর আদালতের আইনজীবী পরাগ মুখোপাধ্যায় দু লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে সেটি কিনে নেন। কিন্তু এ পর্যন্ত কোনও নথি তাঁকে ব্যাঙ্কের তরফে দেওয়া হয়নি। পরে তিনি জানতে পারেন, ব্যাঙ্কের বিরুদ্ধে কলকাতার বাসিন্দা ছবি কর রায়ের দায়ের করা একটি মামলা হাই কোর্টে বিচারাধীন।  তিনিই ওই জমির মালিক এবং এই মামলার পার্টি হন পরাগ মুখোপাধ্যায়। 

Advertisement

বুধবারই কলকাতা হাই কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত না নেওয়ায় সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর মন্তব্য ছিল, সিবিআই যে মামলায় মনে করবে তদন্ত করবে, আর যে মামলায় ইচ্ছা করবে না সেই মামলার তদন্তভার গ্রহণ করবে না – এটা হতে পারে না। আর এই মামলাতেই এবার সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আলিপুর আদালত ব্যাঙ্কের ৪ কর্মকর্তাকে তলব করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement