নিরুফা খাতুন: প্রাক্তন স্ত্রী শীলার ঘর আলো করে ফের ফুটফুটে পাঁচ সন্তান এসেছে। পরিবারে নতুন অতিথিদের নিয়ে সুখে দিন কাটছে তার। এদিকে যে দুই পাত্রীর জন্য শীলাকে ছেড়ে এসেছিল স্নেহাশিস, তাদেরকে আর মনে ধরছে না। এতদিন ঘর করার পরও সন্তান সুখ দিতে পারেনি রূপা ও পায়েল। মনমরা স্নেহাশিসের জন্য নতুন সঙ্গীর খোঁজ করছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
রয়্যাল বেঙ্গল বাঘ স্নেহাশিস। বয়স এখন প্রায় ৯ বছর। নন্দনকানন থেকে তাঁকে নিয়ে আসা হয়েছিল। উত্তরবঙ্গে স্নেহাশিসের ভরা সংসার ছিল। স্ত্রী শীলা ও তিন সন্তান নিয়ে দিব্যি সংসার করছিল সে। দুই বাঘিনী রূপা ও পায়েলের টানে উত্তরবঙ্গে স্ত্রী ও সন্তানদের ছেড়ে ২০১৯ সালে আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) চলে আসে স্নেহাশিস। রূপা ও পায়েলের সঙ্গে নতুন করে সংসার শুরু করে। তিন বছর হয়ে এল, রূপা ও পায়েল দু’জন কেউ খুশির খবর শোনাতে পারছে না। সঙ্গীনিদের বয়সও বাড়ছে। তাদের প্রতি আগের মতো টানও নেই স্নেহাশিসের। তাই রয়্যাল বেঙ্গল এই সাদাবাঘের জন্য কম বয়সি পাত্রীর সন্ধানে রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত বলেন, “স্নেহাশিসের বয়স ৯ বছরের মতো হবে। রূপা ও পায়েলের বয়স ১৩ বছর হতে চলল। অনেক চেষ্টা করা হয়েছে। বয়স হয়ে যাওয়াতে বাঘিনীরা প্রজনন করতে পারছে না। অথচ স্নেহাশিস প্রজননে সক্ষম রয়েছে। তাই তার জন্য নতুন পাত্রীর সন্ধান করা হচ্ছে।”
২০১৬ সালে পায়েল, শীলা, ঋষির সঙ্গে ওড়িশার নন্দনকানন থেকে বাংলায় নিয়ে আসা হয়েছিল স্নেহাশিসকে। প্রথমে আলিপুর চিড়িয়াখানায় তাদের রাখা হয়েছিল। এখানেই এসে হলুদ ডরা কাটা রয়্যাল বেঙ্গল শীলার সঙ্গে স্নেহাশিসের প্রেম শুরু হয়। এরপর তাদের মধুচন্দ্রিমাতে পাঠানো হয় উত্তরবঙ্গের শিলিগুড়ি সাফারি পার্কে। ২০১৮ সালে শীলা ও স্নেহাশিসের তিন কন্যা সন্তান হয়েছিল। স্নেহাশিস ও শীলা দু’জনেই প্রথম সন্তান সুখ পেয়েছিল। তিন সন্তানের মধ্যে এখন দু’জন রয়েছে।
স্নেহাশিস চলে আসার পর শীলা সন্তানদের নিয়ে শিলিগুড়িতে রয়ে যায়। স্বামী ছেড়ে যাওয়ার পর একাকীত্বে ভুগছিল। একাকীত্ব দূর করতে শিলিগুড়িতে বিভানের সঙ্গে নতুন করে সংসার শুরু করে। ২০২০ সালে বিভান ও শীলার ঘরে তিনটি সন্তান জন্ম নেয়। সেবার তিনটি পুত্র সন্তান হয়। শীলার জীবনে স্নেহাশিস এখন অতীত। স্বামী বিভান ও সন্তানদের নিয়ে সুখে সংসার করছে শীলা। গত ১১ মার্চ ফের শীলা পাঁচটি সন্তান প্রসব করেছে। এ নিয়ে শীলার মোট সন্তান ১০টি। শীলার বয়স এখন ৮ বছর। রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী বলেন, ‘এই নিয়ে তিনবার সন্তান জন্ম দিল শীলা। নবজাতকদের বয়স মাত্র চারদিন। মা ও পাঁচ শাবক সুস্থ রয়েছে। এখনও পর্যন্ত তাদের লিঙ্গ চিহ্নিত করা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.