Advertisement
Advertisement
Kuntal Ghosh

‘রামকৃষ্ণের নাম শুনেছেন? অভিযুক্তদের গুরু কে?’, কুন্তল-তাপসদের নিয়ে CBI-কে প্রশ্ন বিচারকের

কুন্তল-সহ তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

Alipore court judge invokes Lord Ramakrishna, questions CBI in teacher recruitment scam case | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 23, 2023 2:11 pm
  • Updated:February 23, 2023 2:38 pm

অর্ণব আইচ: জামিনের আবেদন খারিজ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির ছাত্রনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh), নীলাদ্রি ঘোষ এবং মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। তবে বৃহস্পতিবারও সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ টেনে বিচারকের প্রশ্ন – ”রামকৃষ্ণের নাম শুনেছেন? তিনি ভক্তের ভগবান, কিন্তু গুরু কে? খুঁজে বের করুন অভিযুক্তদের গুরু কে।”

টেট মামলায় ইডির হাতে কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সিবিআই (CBI)তাঁকে নিজেদের হেফাজতে নেয়। সেইসঙ্গে তাঁর সঙ্গী নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকেও সিবিআই হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার তাঁদের তিনজনকেই আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়েছিল। জামিনের আবেদন জানান তাঁদের আইনজীবী। বিরোধিতা করে সিবিআই। তাদের দাবি, বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত এঁরা। তাপস মণ্ডলের টাকা প্রভাবশালীদের কাছেও যেত। তাই তাঁদের হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন।

Advertisement

[আরও পড়ুন: BSF মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে অবশেষে ধৃত কোম্পানি কমান্ডার]

এদিন নীলাদ্রি ঘোষ সম্পর্কে তাঁর আইনজীবী যুক্তি সাজান, উনি পাবলিক সার্ভেন্ট নন। তাপসের কথায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাই তিনি জামিন পেতেই পারেন। ওঁর সঙ্গে এসবের সম্পর্ক নেই বলে দাবি করেন আইনজীবী। তাতেই বিচারকের প্রশ্ন প্রতি তিনি প্রশ্ন করেন, ”এজেন্ট কে জানেন? গুরু কে? যিনি ভক্ত আর ভগবানের মাঝে থাকে। রামকৃষ্ণের নাম শুনেছেন? তিনি ভক্তের ভগবান, কিন্তু গুরু কে? খুঁজে বের করুন অভিযুক্তদের গুরু কে।” 

[আরও পড়ুন: লাগে টাকা দেবে চিন, দেউলিয়া পাকিস্তানের ‘গৌরী সেন’ জিনপিং!]

আদালতে পেশ করার পর ধৃত তাপস মণ্ডল  অভিযোগ করেন, তাঁকে যে সেলটিতে রাখা হয়েছে, তা খুব খারাপ।  তবে সিবিআই জানিয়েছে, তাপসবাবু তদন্তে সহযোগিতা করছেন। এরপর সওয়াল-জবাব শেষ বিচারক তিনজনকেই ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement