Advertisement
Advertisement

Breaking News

Kuntal Ghosh

সিবিআইয়ের আবেদনে সাড়া, জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরার অনুমতি দিল আদালত

রয়েছে বেশ কয়েকটি শর্তও।

Alipore court allows CBI to interrogate Kuntal Ghosh into Presidency Jail | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 17, 2023 12:58 pm
  • Updated:April 17, 2023 2:41 pm  

অর্ণব আইচ: শিক্ষা দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জিজ্ঞাসাবাদ নিয়ে সিবিআইয়ের আবেদন মঞ্জুর করল আলিপুর আদালত। কুন্তলকে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail) গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন সিবিআই তদন্তকারীরা।  সোমবার সেই আবেদন মঞ্জুর করলেন বিচারক। আলিপুর আদালতের নির্দেশ দিনের বেলায় জেলে গিয়ে জেরা করতে পারবে সিবিআই।  পাশাপাশি সিবিআইকে (CBI) এ বিষয়ে সহযোগিতা করবেন জেল সুপার, সেই নির্দেশও দিয়েছেন বিচারপতি। খতিয়ে দেখতে হবে সংশোধনাগারের সিসিটিভি ফুটেজ। 

এর আগে কুন্তল ঘোষ অভিযোগ তুলেছিলেন, জেল হেফাজতে তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। এই মর্মে আদালতকে চিঠিও লেখেন তিনি। বিষয়টি নিয়ে মামলাও হয়।  সোমবারই সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি মিলেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। ২৪ এপ্রিল পর্যন্ত সেই মামলায় স্থগিতাদেশ জারি হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: ৬৬ ঘণ্টা পর উদ্ধার জীবনকৃষ্ণর দ্বিতীয় মোবাইল, পুকুরে এখনও জারি তল্লাশি]

এরই  মাঝে কুন্তলকে এ বিষয়ে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আলিপুর আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদনে আজ সাড়া দিয়ে বিচারক তা মঞ্জুর করেছেন। বিচারকের এই নির্দেশের কপি অভিযুক্ত কুন্তল ঘোষের আইনজীবীকেও দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন  তিনি। সিবিআই যে কোনও সময়েই প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে পারে। এছাড়া সেখানে কুন্তলের সঙ্গে যারা দেখা করতে আসছেন, তাঁদের নাম রেজিস্ট্রার করানো ও সিসিটিভি ফুটেজের দিকে নজর রাখারও নির্দেশ দিয়েছে আদালত।    

[আরও পড়ুন: দণ্ডিকাণ্ডের প্রতিবাদ, বন্‌ধ সফল করতে তির-ধনুক হাতে রাস্তায় নামলেন আদিবাসীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement