অর্ণব আইচ: নবম-দশম নিয়োগ মামলায় আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই। শনিবার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আলিপুর আদালতে পেশ করা হয়। ওই মামলার শুনানিতে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারক।
সোমবার শুনানিতে বিচারক সিবিআইয়ের আইনজীবীকে বলেন, “প্রশ্ন আপনাদের এক করা হচ্ছে, উত্তর আপনারা আরেক দিচ্ছেন। কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেউ জেলে দিনের পর দিন কাটাচ্ছে। বেশ কিছু লোক যাদের নামে চার্জশিট হয়েছে যেমন সমরজিৎ আচার্য, পর্ণা বসু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রেপ্তার করা হয়নি। কেন তারা দিনের পর দিন বাইরে থাকবে? কিছু লোক কেন জেলের ভিতর থাকবে? মনে হচ্ছে আপনাদের কাছে কোন সদুত্তর নেই।”
এদিকে, এদিন আদালতে ঢোকার সময় ইন্ডিয়া জোট নিয়ে মুখ খোলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “২০২৪ সালের নির্বাচনে জয় হবে ইন্ডিয়া জোটের। ভারতকে উন্নয়নের রাস্তা দেখাবে ইন্ডিয়া জোট।” উল্লেখ্য, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলও। ইতিমধ্যেই তৃতীয় বৈঠকও হয়ে গিয়েছে জোটের। সমন্বয় কমিটিও গঠন হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.