Advertisement
Advertisement
Alipore court again slams CBI

চার্জশিটে নাম থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নয়? নবম-দশম নিয়োগ মামলায় ফের ভর্ৎসনার মুখে CBI

আদালতে ঢোকার সময় ইন্ডিয়া জোট নিয়ে কথা বলেন জেলবন্দি তৃণমূল বিধায়ক।

Alipore court again slams CBI । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 4, 2023 7:19 pm
  • Updated:September 4, 2023 7:23 pm  

অর্ণব আইচ: নবম-দশম নিয়োগ মামলায় আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই। শনিবার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আলিপুর আদালতে পেশ করা হয়। ওই মামলার শুনানিতে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারক।

সোমবার শুনানিতে বিচারক সিবিআইয়ের আইনজীবীকে বলেন, “প্রশ্ন আপনাদের এক করা হচ্ছে, উত্তর আপনারা আরেক দিচ্ছেন। কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেউ জেলে দিনের পর দিন কাটাচ্ছে। বেশ কিছু লোক যাদের নামে চার্জশিট হয়েছে যেমন সমরজিৎ আচার্য, পর্ণা বসু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রেপ্তার করা হয়নি। কেন তারা দিনের পর দিন বাইরে থাকবে? কিছু লোক কেন জেলের ভিতর থাকবে? মনে হচ্ছে আপনাদের কাছে কোন সদুত্তর নেই।”

Advertisement

[আরও পড়ুন: শিক্ষিকার বকাঝকায় মানসিক চাপ! কসবায় স্কুলের ছাদ থেকে ‘ঝাঁপ’ দশম শ্রেণির পড়ুয়ার]

এদিকে, এদিন আদালতে ঢোকার সময় ইন্ডিয়া জোট নিয়ে মুখ খোলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “২০২৪ সালের নির্বাচনে জয় হবে ইন্ডিয়া জোটের। ভারতকে উন্নয়নের রাস্তা দেখাবে ইন্ডিয়া জোট।” উল্লেখ্য, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলও। ইতিমধ্যেই তৃতীয় বৈঠকও হয়ে গিয়েছে জোটের। সমন্বয় কমিটিও গঠন হয়েছে। 

[আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা! মাঝআকাশে পাখির ধাক্কা ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ পাইলটের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement