Advertisement
Advertisement

রি-সার্ভে নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ, ‘উদ্বিগ্ন হবেন না’, আবাস যোজনা নিয়ে আশ্বাস আলাপনের

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রের চাপানো শর্তে নয়। মানবিকভাবে বিচার করেই তৈরি হবে আবাসের তালিকা।

Alapan Bandyopadhyay assured not to worry about Awas Yojana
Published by: Paramita Paul
  • Posted:October 30, 2024 8:49 pm
  • Updated:October 30, 2024 9:04 pm

নব্যেন্দু হাজরা: জেলায়-জেলায় দ্বিতীয় বার সমীক্ষা করা হচ্ছে আবাস যোজনার তালিকার। আর তা নিয়ে কিছু কিছু এলাকায় ক্ষোভের মুখে পড়তে হচ্ছে প্রশাসনিক কর্তাদের। এই পরিস্থিতি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, রি-সার্ভে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বুধবার দুপুরে নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভিডিও কনফারেন্সে জেলাশাসকদের সঙ্গে কথা বলেন। সেখানে তাঁর সাফ নির্দেশ, আরও বেশি মানবিক হলে সার্ভে করতে হবে। মনোজ পন্থের নির্দেশ, “তালিকা থেকে কারও নাম বাতিল করার আগে দ্বিগুণভাবে নিশ্চিত করতে হবে।” এর পরই সাংবাদিক সম্মেলন করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রি-সার্ভে-তে কী কী বিষয় খতিয়ে দেখা হবে, তাও তিনি স্পষ্ট করে দেন। বলেন, “ইতিমধ্যে কেউ পাকা বাড়ি করে ফেলেছেন কিনা, অন্যত্র চলে গিয়েছেন কিনা তা খতিয়েই দেখতেই এই সমীক্ষা। অহেতুক এই রি-সার্ভে নিয়ে উদ্বেগের কারণ নেই।” পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা।

Advertisement

আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ দীর্ঘদিনের। প্রকল্পে বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্র আবাস যোজনার জন্য রাজ্যের বরাদ্দ বন্ধ করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রাপ্য টাকা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শাসকদলের তরফে এ নিয়ে বারবার দিল্লিতে দরবার করা হলেও কাজের কাজ হয়নি। আবাসের টাকা মেলেনি। শেষমেশ রাজ্য সরকারের তরফেই আবাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রের চাপানো শর্তে নয়। মানবিকভাবে বিচার করেই তৈরি হবে আবাসের তালিকা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement