Advertisement
Advertisement

Breaking News

Hindu Mahasabha

বঙ্গভঙ্গ নয়, মমতার পাশে দাঁড়িয়ে বিজেপির কড়া সমালোচনা হিন্দু মহাসভার

'বিজেপি বাংলাকে ভাগ করতে চাইছে', তোপ মহাসভার।

Akhil Bharatiya Hindu Mahasabha stands by Chief Minister Mamata Banerjee and criticizes BJP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 30, 2023 10:12 am
  • Updated:August 30, 2023 10:12 am  

স্টাফ রিপোর্টার: মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে বিজেপির সমালোচনা করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা (Hindu Mahasabha)। তাঁদের নেতা চন্দ্রচূড় গোস্বামী বারবার মমতাকে মাতৃসমা বলে তাঁর পাশে থেকে কার্যত তুলোধোনা করলেন বিজেপিকে। জানিয়ে দিলেন, বিজেপি (BJP) বাংলাকে ভাগ করতে চায়। কিন্তু তাঁরা বাংলা ভাগের বিরুদ্ধে। কোনওভাবেই বঙ্গভঙ্গকে তাঁরা সমর্থন করেন না।

তাঁর বক্তব‌্য শুনে মুখ‌্যমন্ত্রীও বলেন, ‘‘তোমাদের যদি কিছু প্রয়োজন হয়, জানিও। আমি সঙ্গে আছি।’’ ‘বাংলা দিবসের’ দিন ঠিক করা নিয়ে মুখ‌্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে মঙ্গলবার বিজেপি যোগ দেয়নি। তবে যোগ দেয় অখিল ভারতীয় হিন্দু মহাসভা। একই সঙ্গে বিজেপির অবস্থানকে যে তাঁরা সমর্থন জানাচ্ছেন না সেকথা জানিয়ে দেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ‌্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।

Advertisement

[আরও পড়ুন: বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র, বন্যা কবলিত দু’লক্ষ, অসমে এখনও পর্যন্ত দুর্যোগে মৃত ১৫]

তিনি বলেন, ‘‘বাংলা দিবস পালন করার জন‌্য আমরা পয়লা বৈশাখের পক্ষে। কারণ হিন্দু-মুসলিম সবার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন। জাতি-ধর্ম নির্বিশেষে এই দিনটা পালন করা হয়। ২০ জুনের একটা রক্তাক্ত ইতিহাস আছে। ওইদিন কখনও বাংলার জন্মদিন হতে পারে না। ওই দিন বাংলার মানুষ মানবে না।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘বঙ্গবিভাজনের বিরুদ্ধে আমরা। নিজেদের রাজনৈতিক স্বার্থে বিজেপি বাংলাকে ভাগ করতে গেলে আমরা ভাগ হতে দেব না। আমরা লড়ব। এক্ষেত্রে সবসময় সরকারের পাশে আছি।’’ তাঁর ব‌্যাখ‌্যা, হিন্দু মহাসভা সম্পর্কে মানুষের মনে একটা অন‌্য ধারণা ছিল। যেটা ভুল।

[আরও পড়ুন: ‘এটাই ইন্ডিয়ার দম’, গ্যাসের দাম কমার কৃতিত্ব বিরোধী জোটকে দিচ্ছেন মমতা, এক সুর খাড়গেরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement