ক্ষীরোদ ভট্টাচার্য: ক্রমশ থাবা চওড়া হচ্ছে করোনার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে জারি কড়া বিধিনিষেধ। তবে তারপরেও রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। চিকিৎসক, নার্সের পর এবার কোভিড আক্রান্ত হলেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দুই শীর্ষ অধিকর্তা। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের কোভিড পরীক্ষার ফল পজিটিভ। স্বাস্থ্যভবনের আরও অন্তত ৫০ জন করোনায় আক্রান্ত বলেই খবর। এদিকে, জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর সন্তোষ মোহনের শরীরেও করোনা সংক্রমণ। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও কোভিড আক্রান্ত।
দিনকয়েক ধরে শরীর ভাল যাচ্ছিল না স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর। করোনার নানা উপসর্গ দেখে সন্দেহ হয়। তাই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন তিনি। যদিও সে পরীক্ষার ফল অনুযায়ী, করোনা সংক্রমিত নন তিনি। বুধবার রাতে আরটি পিসিআর টেস্টের রিপোর্ট পান। তাতেই দেখা যায় রিপোর্ট সম্পূর্ণ বিপরীত। কারণ, আরটি পিসিআর টেস্ট অনুযায়ী তিনি করোনা আক্রান্ত। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিকর্তা। এর আগে গত বছর সস্ত্রীক স্বাস্থ্য অধিকর্তা করোনা আক্রান্ত হন। সেই সময় তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়েছিল।এবার বাড়িতেই আইসোলেশনে ছিলেন অজয়বাবু। তবে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম। এছাড়া নানা কো-মর্বিডিটিও রয়েছে। তাই চিকিৎসকরা বাড়িতে থাকার পরামর্শ দেননি। সে কারণেই স্বাস্থ্য অধিকর্তা-সহ ৪০ জনকে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হচ্ছে।
স্বাস্থ্যক্ষেত্রে ক্রমশ থাবা ক্রমশ চওড়া হচ্ছে করোনার। চিত্তরঞ্জন সেবাসদনে করোনার প্রকোপ। হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার-সহ বেশ কয়েকজনের শরীরে করোনা সংক্রমণ। উত্তরবঙ্গ মেডিক্যালে করোনা সংক্রমিতের সংখ্যা নেহাত কম নয়। জলপাইগুড়িতে চিকিৎসক এবং নার্সিং স্টাফ-সহ আক্রান্ত বেশ কয়েকজন। হুগলির পোলবা হাসপাতালের বিএমওএইচ করোনা আক্রান্ত। আসানসোল জেলা হাসপাতালেও হানা করোনার। কল্যাণীর জে এম হাসপাতালে চিকিৎসক ও নার্স-সহ আক্রান্ত ৪৭ জন। বেসরকারি হাসপাতালেও কোভিড আক্রান্তের তালিকা বেশ লম্বা।
স্বাস্থ্যক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক মহলেও করোনার থাবা। আক্রান্ত আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। টুইটে নিজেই দুঃসংবাদটি দেন তিনি। এই নিয়ে তৃতীয়বার করোনা সংক্রমিত হলেন অগ্নিমিত্রা। তিনি টুইটে লেখেন, “আমি কোভিড পজিটিভ। তৃতীয় বার। তবে চিন্তা করবেন না। আমি ভাল আছি। কোভিড গাইডলাইন মেনে চলছি। খুব তাড়াতাড়ি কাজে যোগ দেব। করোনার দ্রুত সংক্রমণ ঠেকাতে মাস্ক পরুন। ব্যবহার করুন স্যানিটাইজার। মেনে চলুন শারীরিক দূরত্ববিধি। গত ৩ দিন যাঁরা আন্দামানে আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা দয়া করে কোয়ারেন্টাইনে থাকুন।”
I HAVE TESTED COVID POSITIVE
Third time.
But don’t worry. I am fine.
I will follow COVID GUIDELINES &will join work soon.
COVID is spreading fast so wear mask.use sanitizer.maintain distance.
And people of ANDAMAN who were with me in the last 3 days please QUARANTINE.
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) January 5, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.