Advertisement
Advertisement
AC Train

মুম্বইয়ে চললে কলকাতায় নয় কেন? শিয়ালদহে এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তাব পূর্ব রেলের

এসি রেকে ভাড়া কত হবে তা এখনও ঠিক হয়নি।

Air Conditioned Local Train will run from Sealdah Station | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 13, 2022 6:06 pm
  • Updated:June 13, 2022 6:48 pm  

সুব্রত বিশ্বাস: মুম্বইয়ে চললে কেন কলকাতায় নয়? কলকাতা মেট্রোপলিটন সিটি ও শহরের দিক থেকে প্রথম। তাই শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল (AC Local Train) চালাতে চায় পূর্ব রেল। পরিকল্পনা মাফিক রেল বোর্ডের কাছে এসি রেক চেয়ে দু’দিন আগে চিঠিও পাঠিয়েছে ওই ডিভিশন। শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেন, মুম্বইতে চললে শিয়ালদহে কেন চলবে না। কোনওরকম পরিকাঠামোগত সমস্যা নেই বলে জানিয়ে তিনি বলেন, আইসিএফ কোচ ফ্যাক্টরি এসি রেক দিলেই শিয়ালদহে এসি লোকাল চালানো শুরু হবে। ওই চিঠিতে বোর্ডের কাছে প্রস্তাবে বলা হয়েছে যে, অন্তত একটি এসি রেক শিয়ালদহ ডিভিশনে দেওয়া হোক। ডিআরএম জানিয়েছে, সাধারণ লোকালের চেয়ে ভাড়া বেশি পড়লেও এসিতে চড়ার যাত্রীর অভাব হবে না। গরমে এসি বাসে ভিড় থাকে। একই রকম সুবিধা পেলে যাত্রীরা বেশি ভাড়া দিতেও প্রস্তুত বলে তিনি মনে করেছেন।

[আরও পড়ুন: হজরত মহম্মদ বিতর্ক: কড়া হাতে অশান্তি দমন রাজ্যের, ইতিমধ্যে গ্রেপ্তার দু’শোর বেশি]

রেল বোর্ড প্রস্তাবের অনুমোদন এখনও দেয়নি। ফলে কবে নাগাদ এসি রেক শিয়ালদহে নির্দিষ্টভাবে এসে পৌঁছবে তা এখনও স্পষ্ট করতে পারেননি ডিআরএম সিং। এসপি সিং ওই চিঠিতে উল্লেখ করেছে, পরীক্ষামূলক ভাবে এসি রেকটি শিয়ালদহ ডিভিশনে চালানোর হোক। পাশাপাশি, রেল সূত্রে জানানো হয়েছে, মূলত, মধ্য এবং পশ্চিম রেলে লোকাল ট্রেনে এসি রেকের চাহিদা বেশ ভালরকম। আর সেই বিপুল চাহিদা মিটিয়ে অন্য রেলকে লোকাল ট্রেনের জন্য এসি রেক দেওয়ার তেমন কোনও চল নেই আইসিএফের বলে জানা গিয়েছে। শিয়ালদহ ডিভিশনে লোকাল হিসেবে এসি রেক চালু করার প্রসঙ্গে সংশয়ে রয়েছেন অনেকেই। ওই ডিভিশনের লোকাল ট্রেনগুলিতে যে ভয়াবহ ভিড় হয় সেই কারণ দেখিয়েই তাঁরা জানিয়েছেন, লোকাল ট্রেনে এসি রেকের দরজা বন্ধ হওয়া সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। আর তাতেই ব্যাহত হতে পারে পরিষেবা। ডিআরএম একেবারে স্পষ্ট করে বলেছেন, মুম্বইয়ের সমভিড়, কলকাতা মেট্রোতেও ভিড় হয়, তবে এখানে সমস্যার কথা কেন? এসি রেকে ভাড়া বেশি হবে, তবে কি ভাড়া তা এখনও ঠিক হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে শিয়ালদহের পরিকল্পিত এসির ভাড়া।

Advertisement

[আরও পড়ুন: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নূপুর শর্মাকে সমন পাঠাল কলকাতা পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement