সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার আরও এক মাইলস্টোন। একধিক উজ্জ্বল পদক্ষেপে ‘আত্মনির্ভর ভারতে’র স্বপ্ন দেখাচ্ছে এই সংস্থাটি। জাহাজ নির্মাণে প্রযুক্তিকে কাজে লাগানোর প্রথম বর্ষের উদ্যোগে দুর্দান্ত সাফল্যের পর গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (Garden Reach Shipbuilders and Engineers Ltd.) বুধবার সূচনা করল GAINS ২০২৪-এর। প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় শেঠ।
GAINS ২০২৪-এর সূচনায় ছিলেন সিএমডি পি এন হরি, গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার চেয়ারম্যান এবং এম ডি আর কে দাস প্রমুখ। উল্লেখ্য, বিদেশের দিকে না তাকিয়ে জাহাজ নির্মাণ প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতেই GAINS ২০২৪ শুরু করেছিল গার্ডেনরিচ। মূল উদ্দেশ্য হল, গোটা দেশের একাধিক ছোট এবং নতুন সংস্থাকে জাহাজ নির্মাণে উৎসাহ দেওয়া। জাহাজের বিভিন্ন অংশ তৈরিতে বরাত দেওয়া হচ্ছে ওই সংস্থাগুলিকে।
যুগ বদলের হাওয়ায় জাহাজ নির্মাণে নতুন সংস্থাগুলি কাজে লাগাবে AI প্রযুক্তিকে। দানবাকৃত জাহাজের বহিরাংশে রং করবে রোবট। এর ফলে নিখুঁত এবং দ্রুত কাজ হবে বলেই জানা গিয়েছে। GAINS ২০২৪-এর আনুষ্ঠানিক সূচনার পর প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় শেঠ বলেন, গার্ডেনরিচ সংস্থার এই উদ্যোগ আত্মনির্ভর ভারতে বড় যোগদান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.