Advertisement
Advertisement
Chhatradhar Mahato

জঙ্গলমহলে ভোটের আগের দিন ছত্রধরকে তলব NIA’র, বেলা ৩ টের মধ্যে হাজিরার নির্দেশ

তদন্তে সহযোগিতা না করলে গ্রেপ্তার করা হতে পারে ছত্রধরকে।

Ahead of West Bengal Assembly Elections NIA again summons Chhatradhar Mahato | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 26, 2021 9:46 am
  • Updated:March 26, 2021 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পেরলেই জঙ্গলমহলে ভোট (West Bengal Assembly Elections)। তার ঠিক আগে অর্থাৎ শুক্রবার ছত্রধর মাহাতোকে (Chhatradhar Mahato) কলকাতার অফিসে হাজিরার নির্দেশ দিল এনআইএ (NIA)। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্তে সহযোগিতা না করলে যে কোনও মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে ছত্রধরকে।

বছর দশেক আগে জঙ্গলমহলে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন ও জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত তৎকালীন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। এনআইএ ঘটনার তদন্তভার পাওয়ার পর সম্প্রতি তা নিয়ে অতি সক্রিয় হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকবার ছত্রধরকে ডেকে জেরা করেছেন এনআইএ আধিকারিকরা। এরপর তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হয় এনআইএ। গত ২২ অক্টোবর এনআইএ-এর বিশেষ আদালত নির্দেশ দেয়, যেহেতু ঝাড়গ্রাম নিম্ন আদালত এই মামলায় ছত্রধর-সহ অন্য অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছিল, তাই ছত্রধর মাহাতো এবং বাকি পাঁচ অভিযুক্তের জামিন খারিজের জন্য এনআইএ-কে সেখানেই আবেদন করতে হবে। এরপরই ছত্রধরকে হেফাজতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল, বিজেপি নাকি সংযুক্ত মোর্চা? নদিয়ার সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে এগিয়ে কারা?]

সেই সময় ছত্রধরকে হেফাজতে চেয়ে এনআইএ (NIA) যে আবেদন করেছিল, তা খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। পরবর্তীতে আদালতের তরফে জানানো হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর এনআইএ তলব করতে পারবে ছত্রধরকে। সেই নির্দেশ মেনে শেষ কয়েকদিনে তিনবার জঙ্গলমহলের ‘সন্ত্রাসের নায়ক’কে তলব করেছিল এনআইএ। কিন্তু হাজিরা এড়িয়েছেন তিনি। তদন্তকারী সংস্থার তরফে আজ বেলা তিনটের মধ্যে ছত্রধরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ফের হাজিরা এড়ালে গ্রেপ্তার করা হতে পারে তাঁকে। আগামিকাল জঙ্গলমহল অর্থাৎ পুরুলিয়া ও ঝাড়গ্রামে নির্বাচন। তার আগে ছত্রধরকে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:ভোটের মুখে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৫১৬ জন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement