নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরের পর এবার পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলকাতার আরও একটি বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে উপাচার্যকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে। বিক্ষোভের মুখে পড়ে তিনি ক্যাম্পাস ছেড়ে চলে যান। প্রবেশপথেই বসে পড়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, অস্থায়ী উপাচার্য নিজের মর্জিমতো কাজ চালাচ্ছেন। তাতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, পড়াশোনার পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে। অবিলম্বে তাঁকে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। বিষয়টি নিয়ে জোর চর্চা বিশ্ববিদ্যালয়ে চত্বরে।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা দীর্ঘদিনের। ২০২৩ সাল থেকে এখানকার ভারপ্রাপ্ত উপাচার্য প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। রেজিস্ট্রারও অস্থায়ী। আর তাতেই পড়ুয়াদের অভিযোগ, নিজেদের মতো করেই বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন তাঁরা। তাতে আসল পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। মাস খানেক আগে রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসেই বিক্ষোভ শুরু হয়েছিল। সেসময় দু, একবার উপাচার্যকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। যার জেরে বিটি রোডের ক্যাম্পাস ছেড়ে তাঁরা জোড়াসাঁকোতে বসছিলেন। কিন্তু এবার সেখানেও ঢুকতে বাধা পেলেন বলে অভিযোগ।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পড়ুয়াদের অভিযোগ, রাজ্যপাল নিজের পছন্দমতো লোক সেখানে নিয়োগ করেছেন। তাই তাঁদের দাবি, স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক যত দ্রুত সম্ভব। এদিন একাধিক পোস্টার, ব্যানার হাতে নিয়ে তাঁরা রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান। সেখানে অবস্থান বিক্ষোভেও বসেন। দীর্ঘক্ষণ পর তাঁরা উঠে যান। স্থায়ী উপাচার্য, রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়ে দ্রুত বৈঠক হওয়ার সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.