Advertisement
Advertisement
বিক্ষোভ

সপ্তম দফায় আক্রান্ত বিরোধী এজেন্টরা, বেলগাছিয়ায় অবস্থান বিক্ষোভে সিপিএম প্রার্থী

সিপিএম-এর পাশাপাশি আক্রান্ত বিজেপি এজেন্টরাও, কাঠগড়ায় তৃণমূল৷

Agents of Opposition parties are te be heckled,Chaos in Belgachhia
Published by: Sucheta Sengupta
  • Posted:May 19, 2019 9:19 am
  • Updated:May 19, 2019 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ দফার ভোটে শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী এজেন্টদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠছে৷ কলকাতা উত্তর কেন্দ্রের অন্তর্গত বেলগাছিয়া অঞ্চলের একটি বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে শুরুতেই তাল কাটল৷ চন্দন বসু নামে ওই সিপিএম এজেন্ট বুথে ঢুকতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্বে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা উত্তরের সিপিএম প্রার্থী কণীনিকা ঘোষ৷ তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করেন৷ পুলিশের সঙ্গে সাময়িক বচসা হয়৷ প্রতিবাদে প্রার্থী নিজে বেলগাছিয়া মোড়ে রাস্তায় অবস্থান বিক্ষোভ শুরু করেন৷ সঙ্গে ছিলেন দলীয় কর্মী, সমর্থকরা৷ ঘটনার জেরে সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল

[আরও পড়ুন: লোকসভা ভোট Live: তীব্র গরমে ভোট শুরুতেই লাইনে দাঁড়িয়ে মৃত্যু ভোটারের]

আরেকদিকে, বসিরহাট কেন্দ্রের সন্দেশখালি ২ নং ব্লকে ভোট শুরু না হতেই বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ বেশ কয়েকটি বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ বারাসত কেন্দ্রের অন্তর্গত নিউটাউনে বিজেপি ক্যাম্প অফিসে আগুন,এবারও কাঠগড়ায় তৃণমূল৷ তবে হতাহতের খবর নেই৷ ভোটের কাজ করার স্বার্থে পাশের জায়গাটিতে আরেক অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে৷ উত্তর ২৪ পরগনার দমদম কেন্দ্রের ঘোলা হাই স্কুল বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব৷

Advertisement

[আরও পড়ুন: সপ্তম দফার ভোটে ৯টি কেন্দ্রকেই নজরবন্দি করার নির্দেশ কমিশনের]

এছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটের শুরু থেকেই তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম এবং ছাপ্পা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে৷ বিরোধীদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে সুষ্ঠুভাবে শেষ দফার নির্বাচন করতে তৎপর পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন৷

রাজ্যের ৪২ আসনের সম্ভাব্য ফলাফলের আভাস পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষায়৷ চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক পেজে, আজ সন্ধে ৭টায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement