Advertisement
Advertisement

Breaking News

হিমালয়ের কোলেই চিরঘুমে ৩ বাঙালি পর্বতারোহী

রবিবার খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পশ্চিমবঙ্গ৷যখন শোনা গিয়েছিল, এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে চার বাঙালি পর্বতারোহীকেই৷ কিন্তু, সোমবার ফের মিলল দুঃসংবাদ৷ হিমালয়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিন বাঙালি পর্বতারোহী গৌতম ঘোষ, পরেশ নাথ ও সুভাষ পাল৷ চতুর্থ অভিযাত্রী সুনীতা হাজরার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

Again two mountainair missing from Mount Everest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 10:15 am
  • Updated:May 23, 2016 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রবিবার খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পশ্চিমবঙ্গ৷যখন শোনা গিয়েছিল, এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে চার বাঙালি পর্বতারোহীকেই৷ কিন্তু, সোমবার ফের মিলল দুঃসংবাদ৷ হিমালয়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিন বাঙালি পর্বতারোহী গৌতম ঘোষ, পরেশ নাথ ও সুভাষ পাল৷ চতুর্থ অভিযাত্রী সুনীতা হাজরার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

রবিবার উদ্ধার করা হয় সুনীতা হাজরা, গৌতম ঘোষ, পরেশ নাথ ও সুভাষ পালকে৷ উদ্ধারকাজের পর ক্যাম্প ৪-এ রাখা হয়েছিল এভারেস্ট জয়ী পরেশ ও গৌতমকে৷ কিন্তু, সোমবার ক্যাম্প ২-এ নিয়ে আসার সময় ঘটে বিপত্তি৷ প্রায় বারো ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও খোঁজ মিলছে না দুই পর্বতারোহীর৷ প্রতিবন্ধকতাকে জয় করেই এভারেস্ট জয় করেছিলেন পরেশ

Advertisement

গত শুক্রবারই ধৌলাগিরি পর্বত শৃঙ্গ জয় করে ফেরার পথে অক্সিজেন ফুরিয়ে মর্মান্তিক মৃত্যু হয় রাজীব ভট্টাচার্য নামে এক বাঙালি পর্বতারোহীর৷ এই ২১ মে-তেই কাঞ্চনজঙঘা জয় করার পর তুষারধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ছন্দা গায়েনের৷ পর্বতারোহীদের সঙ্গে যখন বেসক্যাম্পের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন থেকেই উৎকন্ঠার পারদ চড়ছিল৷ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল তুষারঝড়৷ অকেজো হয়ে গিয়েছিল স্যাট-ফোন বা জিপিএস৷ অবশেষে রবিবার ভোরে তিনজনের সন্ধান মেলে৷ উদ্ধার করা হয় সুভাষ পালকেও৷ এর মধ্যে সুনীতা ও সুভাষের শারীরিক অবস্থা কিছুটা উদ্বেগজনক বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement