Advertisement
Advertisement
RG Kar Medical College & Hospital

ডেডলাইন পার, নিরাপত্তার দাবি না মেটায় আর জি করে ঘেরাও অধ্যক্ষ

নির্ধারিত ডেডলাইন পার। এখনও লিখিতভাবে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিপূরণ হয়নি। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ফের নতুন করে বিক্ষোভ আন্দোলনকারীদের। প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। আর জি করের অধ্যক্ষের অফিস ঘরেও তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

Again chaos in RG Kar Medical College & Hospital
Published by: Sayani Sen
  • Posted:August 15, 2024 7:40 pm
  • Updated:August 15, 2024 9:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত ডেডলাইন পার। এখনও লিখিতভাবে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিপূরণ হয়নি। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ফের নতুন করে বিক্ষোভ আন্দোলনকারীদের। প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। আর জি করের অধ্যক্ষের অফিস ঘরেও তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। পুলিশ ও অধ্য়ক্ষের সঙ্গে কথা কাটাকাটি আন্দোলনকারীদের। তাঁদের প্রশ্ন, “কাল পুলিশ লাঠি ব্যবহার করেননি কেন? আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া গিয়েছিল। হামলাকারীদের নয় কেন।” পালটা পুলিশের তরফে জানানো হয়, “গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো।” নিরাপত্তার আশ্বাস দেন প্রিন্সিপালও। যদিও সেই আশ্বাসে ‘না’ আন্দোলনকারীদের। 

তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এমনিতেই তপ্ত আর জি কর হাসপাতাল। ঘটনার জেরে কার্যত চাপে পড়েই পদত্যাগ করেছেন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। সোমবার সকালে তিনি ইস্তফা দেওয়ার কয়েকঘণ্টার মধ্যে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্যভবন। এদিকে, আর জি করের নতুন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্যভবনের ওএসডি পদে থাকা ডাঃ সুহৃতা পালকে।

Advertisement

[আরও পড়ুন: আর জি করে হামলা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে দিল্লিতে চিঠি শুভেন্দুর]

বৃহস্পতিবার তিনি পুলিশি ঘেরাটোপে হাসপাতালে ঢুকতেই নার্সদের বিক্ষোভের মুখে পড়েন ডাঃ সুহৃতা পালকে। নার্সদের উদ্দেশে তিনি বলেন, “আমিও নিরাপত্তা দিতে চাই। আমার জন্মের পর এমন ঘটনা দেখিনি, তোমরা বিশ্বাস করো। আজ থেকে আরও নিরাপত্তা বাড়ানো হবে।” তাতে নার্সরা পালটা দাবি করেন, “আজ রাতে আপনাকেও থাকতে হবে।” প্রিন্সিপাল বলেন, “এক-দুদিন সময় দাও। স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে।” তাতে উত্তেজিত হয়ে পড়ুয়ারা সমস্বরে বলতে শুরু করেন, “মিটিং পে মিটিং, কাজ কী হচ্ছে? নিরাপত্তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি চাই। বলুন দেবেন।” এর পর তাঁরা স্লোগান তোলেন, ‘নো সেফটি, নো সার্ভিস।’ প্রিন্সিপাল বলেন, “সময় দিতে হবে। সব সমাধানের চেষ্টা করব।” ডেডলাইন পার হওয়ার পরেও নিরাপত্তা নিয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি না মেলায় ফের নতুন করে উত্তপ্ত আর জি কর। প্রিন্সিপালের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

[আরও পড়ুন: রাজভবনের চা চক্রে আমন্ত্রিত নন মেয়র ও সিপি, ‘একফোঁটা জলও খাইনি’, মন্তব্য ‘ক্ষুব্ধ’ মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement