Advertisement
Advertisement

Breaking News

Jagdeep Dhankhar

ভুল সংশোধন, ফের রাজ্যপালকে বিধানসভায় বাজেট অধিবেশনের দিনক্ষণ জানাল সরকার

৭ মার্চ দুপুর ২টোয় শুরু অধিবেশন, তা রাজ্যপালকে জানিয়েছেন এজি।

AG Soumedranath Mookherjee meets Guv Jagdeep Dhankhar to rectify the date of WB Assembly Session | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:February 25, 2022 6:08 pm
  • Updated:February 25, 2022 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভার বাজেট অধিবেশন (Budget session of West Bengal Assembly) ঘিরে জটিলতা কাটার পথে। ভুল সংশোধন করে ফের নতুন দিনক্ষণ জানিয়ে রাজ্যপালকে পাঠানো হল চিঠি। শুক্রবার দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)সঙ্গে দেখা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG)সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে অধিবেশনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। জানানো হয়, ছাপার ভুলটি সংশোধন করা হয়েছে। নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৭ মার্চ দুপুর ২টোয় অধিবেশন শুরু হবে। সেসময়ই রাজ্যপাল ভাষণ দেবেন। আলোচনার পর টুইট করে বিস্তারিত জানান রাজ্যপাল।

Advertisement

[আরও পড়ুন: পুরভোট হবে রাজ্য পুলিশেই! কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপির করা মামলা খারিজ সুপ্রিম কোর্টে]

বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভার তরফে রাজ্যপালকে পাঠানো হয়েছিল অধিবেশনের সূচি। সেই অনুযায়ী, অধিবেশন শুরুর দিন অর্থাৎ ৭ মার্চ রাত দু’টোয় রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা। আর সেটি হাতে পাওয়া মাত্রই টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম যে মাঝরাতে বিধানসভা অধিবেশন চলছে এবং ভাষণ দেওয়ার জন্য রাজ্যপালকে সময় দেওয়া হল। মন্ত্রিসভার সেই সূচি মেনে তিনিও অধিবেশন ডাকেন। এরপর সন্ধেবেলা সময় সংক্রান্ত সমস্ত জটিলতা কাটাতে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তিনি ছাপার ভুলের কথা জানিয়ে বিভ্রান্তি কাটান। রাত ২টো নয়, দুপুর ২টোতেই অধিবেশনের সময় ঠিক করা হয়েছে, তা স্পষ্ট করে দেন।

তারপরও অবশ্য বিষয়টি নিয়ে একাধিক সমালোচনা শোনা যায় রাজ্যপালের মুখে। এরপর তিনি শুক্রবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করেন রাজভবনে। রাজভবনে গিয়ে ধনকড়ের সঙ্গে দেখা করে, অধিবেশনের দিনক্ষণ নিয়ে আলোচনা করেন। টুইটে ধনকড় জানান, এজি তাঁকে ওই ভুল অনিচ্ছাকৃত বলে জানিয়ে তার জন্য দুঃখপ্রকাশ করেছেন। এরপর সংশোধিত দিনক্ষণ জানানো হয় রাজ্যপালকে। ৭ মার্চ, সোমবার দুপুর ২টোয় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। ১১ মার্চ বাজেট পেশ।

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে কী মত ভারতের কমিউনিস্টদের? বিবৃতি দিল সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement