Advertisement
Advertisement

ইদ্রিসের পর হুমকি ফোন পেলেন তৃণমূল সাংসদ কল্যাণ

কেন তাঁকে হুমকি, কী বলছেন সাংসদ?

After Idris Ali TMC legislator Kalyan Banerjee receives threat call
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 2, 2017 10:53 am
  • Updated:February 2, 2017 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ্রিস আলির পর এবার দুষ্কৃতীদের নিশানায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদকে টেলিফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনায় লালবাজারে অভিযোগ দায়ের করেছেন সাংসদের ল’ ক্লার্ক৷ তদন্তে নেমেছে লালবাজারের গুণ্ডাদমন শাখা৷

(তৃণমূল সাংসদ ইদ্রিস আলিকে খুনের হুমকি)

সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে সাংসদের দিল্লির মোবাইলে এক দুষ্কৃতী ফোন করে অশ্রাব্য গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়৷ ওই ফোনের পরিপ্রেক্ষিতেই লালবাজারে অভিযোগ দায়ের করা হয়৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, নোট বাতিল নিয়ে সর্বভারতীয় স্তরে আন্দোলন করাতেই তাঁর উপর হামলার আশঙ্কা৷

Advertisement

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে টিপু সুলতান মসজিদের শাহি ইমাম রহমান বরকতি ফতোয়া জারির ২৪ ঘন্টার মধ্যে হুমকি ফোন পেয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ ইদ্রিস আলি। কলকাতার প্রেস ক্লাবে তাঁর পাশে বসেই বরকতি ঘোষণা করেন, প্রধানমন্ত্রীর মাথা ন্যাড়া করে, কালি ঢেলে, দাড়ি কেটে দিতে পারলে তিনি ২৫ লক্ষ টাকা নগদ ইনাম দেবেন। সেবারও তৃণমূল সাংসদ অভিযোগ করেন, নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছেন বলেই তাঁর কাছে খুনের হুমকি ফোন এসেছিল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement