Advertisement
Advertisement
COVID-19

আশঙ্কা কঠিন রোগের! করোনা মুক্তির পরও ৩টি পরীক্ষা আবশ্যিক, জানাল স্বাস্থ্যদপ্তর

জেনে নিন এই তিনটি পরীক্ষা কী কী।

After Corona recovers, 3 tests are required, said the health department

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 17, 2020 11:33 am
  • Updated:December 17, 2020 11:33 am  

স্টাফ রিপোর্টার: করোনা (Coronavirus) থেকে মুক্ত হওয়ার পর মাঝেমধ্যে হতে পারে বুক ধড়ফড়। হতে পারে হৃদরোগ বা ডায়াবেটিস। এমনকী রিউমাটিক আর্থ্রাইটিসের মতো রোগও বাসা বাঁধতে পারে শরীরে। এমন সমস্যা থেকে মুক্তি পেতে একবছর চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। বুধবার ‘পোস্ট কোভিড ফলোআপ গাইডলাইন’ প্রকাশ করে সেই বার্তা দিল রাজ্য স্বাস্থ্যদপ্তর। সেখানে বলা হয়েছে, কোভিড মুক্তির ১৭ দিন পর থেকে চিকিৎসকের পরামর্শ মেনে অন্তত তিনটি পরীক্ষা আবশ্যিক।

কী সেই পরীক্ষা? স্বাস্থ্যদপ্তরের বিশেষজ্ঞরা বলছেন, ‘ফেরিটিন’, ‘ডি-ডাইমার’ এবং ‘সিআরপি’ রক্তের এই তিনটি উপাদানের ওঠানামা হলে বিপদ হতে পারে। তাই যাঁরা বাড়িতে থেকে চিকিৎসা করেছেন তাঁরা অন্তত ছ’মাস অন্তর একবার। যাঁরা জটিল সমস্যায় ভুগছিলেন তাঁরা কয়েকমাস অন্তর পরীক্ষা করাবেন। পাশাপাশি জানতে হবে ডায়াবেটিস হল কি না। অথবা বুকের এক্স-রে বা ইসিজি করতে হবে। চিকিৎসা পরিভাষায় এই তিনটি পরীক্ষাকে বলা হয় ‘মার্কার ফর ইনফ্লামেশন।’ উল্লেখ্য, সংবাদ প্রতিদিনই গত ১৩ ডিসেম্বর এই বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল।

Advertisement

[আরও পড়ুন:সংক্রমণের চিকিৎসা দেরিতে হওয়ায় দৃষ্টিশক্তি হারালেন যুবক, কাঠগড়ায় কলকাতার হাসপাতাল]

নির্দেশিকা বলছে, শারীরিক অসুস্থতার পাশাপাশি বেশকিছু মানসিক সমস্যাও হতে পারে কোভিডমুক্ত হওয়ার পর। যেমন হঠাৎ উদ্বেগ বাড়তে পারে। আবার স্নায়ুর সমস্যা হতে পারে। হঠাৎ কয়েক মিনিটের জন্য ভুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। আবার ফুসফুসে ফাইব্রোসিসের মতো সমস্যাও হতে পারে। এই সব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে। মোদ্দা কথা, করোনা থেকে মুক্ত হলেও সাবধানে থাকতে হবে অন্তত একবছর।

[আরও পড়ুন:শনিবার প্রায় ২০ ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায়, জানাল পুরসভা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement