Advertisement
Advertisement
Kolkata Book Fair

বইমেলা যেতে অটোয় নেওয়া যাবে না বেশি ভাড়া! বইপ্রেমীদের হয়রানি রুখতে কড়া সিদ্ধান্ত

এবার বইপ্রেমীদের সুবিধার্থে থাকছে কিআর কোডের ব্যবস্থাও।

Administration steps in to prevent fare hike by autos during book fair | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 9, 2024 2:58 pm
  • Updated:January 9, 2024 2:58 pm  

নব্যেন্দু হাজরা: উল্টোডাঙা টু করুণাময়ী কুড়ি টাকা। যত রাতই হোক। যেমনই ভিড় হোক। বইপ্রেমীদের কাছ থেকে একটাকাও বেশি নেওয়া যাবে না। গিল্ড-বিধাননগর পুলিশ-পরিবহণ দপ্তরের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধাননগরের ডিসি ট্র‌্যাফিক ইন্দিরা মুখোপাধ‌্যায় জানিয়েছেন, আটটি রুটের অটো পৌঁছয় বইমেলা প্রাঙ্গণে। প্রতিটি রুটের সঙ্গে আলোচনা হয়েছে। বলা হয়েছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।

১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। পাবলিশার্স অ‌্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে বইমেলায় পৌঁছনোর ভাড়া নির্দিষ্ট করা হয়েছে। এবছর বইমেলার থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম। ১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধনে হাজির থাকবেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়, ব্রিটিশ হাইকমিশনার অ‌্যালেক্স এলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়ার ডিরেক্টর অ‌্যালিসন ব‌্যারেট এমবিই। থাকবেন সাহিত্যিক বাণী বসু। প্রথিতযশা সাহিত্যিককে প্রদান করা হবে ড. রমাপ্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মান ২০২৪।

Advertisement

[আরও পড়ুন: ‘নেতা ও পুলিশের সাহায্যে পালিয়েছেন শাহজাহান’, অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ রাজ্যপালের]

ফি বছর কলকাতায় বইমেলায় ম‌্যাপের চাহিদা থাকে তুঙ্গে। প্রিয় বইয়ের স্টল খুঁজতে গিয়ে মাথায় হাত! সমস‌্যা সমাধানে এবারই প্রথম কিউআরকোড ম‌্যাপ চালু করছে পাবলিশার্স অ‌্যান্ড বুক সেলার্স গিল্ড। বইমেলায় প্রবেশের ন’টি গেটে থাকবে এই কিউআর কোড। স্মার্ট মুঠোফোনে সেই কিউআর কোড স্ক‌্যান করলেই মিলবে মেলার মাঠের ঠিকুজি। গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ‌্যায় জানিয়েছেন, এবার ঢাকাতেও অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বইমেলা। গতবছর বইমেলার সময়ই এই নিমন্ত্রণ এসেছিল যা বাংলাদেশের নির্বাচনের কারণে পিছিয়ে যায়। তবে তা হবে।

[আরও পড়ুন: ‘দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলব’, অন্তরাল থেকে বার্তা সন্দেশখালির শাহজাহানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement