শুভময় মণ্ডল: লকডাউনের জেরে দিল্লিতে আটকে পড়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি। বৃহস্পতিবার সকালের বিমানে কলকাতায় ফিরলেন অধীর। প্রায় দু’মাস বাদে শহরে পা রাখলেন তিনি। আর পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের প্রতি উগরে দিলেন ক্ষোভ। তোপ দাগলেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিযায়ী মানুষদের ধীরে ধীরে ট্রেনে ফিরিয়ে আনতে অনুরোধ করেছিলাম, ট্রেনে ওঠার আগে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দিতে হবে, নামার পরে আবার পরীক্ষা করে, যেখানে যে যাবে তার উপর নজরদারি রাখার দাবি করেছিলাম। মুখ্যমন্ত্রী, আপনি ট্রেন নিতে রাজি হলেন না কিন্তু বাস, ট্রাক, গাড়ি আসতে বাধা রইল না।’
এদিন তিনি আরও বলেছেন, ‘এতদিন কোটি কোটি টাকা এই পরিযায়ী শ্রমিকরা রাজ্যকে দিয়েছে। যা প্রতিফলিত হয়েছে রাজ্যের অর্থনীতিতে।’ প্রসঙ্গত, ইদের দিন নিজের সংসদীয় এলাকার মানুষের কাছে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বিমান বিভ্রাটে সেই চাওয়া অধরাই রয়ে যায় কংগ্রেস সাংসদের। আর এই বিভ্রাটের জন্য রাজ্য সরকারকে তুলোধোনা করেছিলেন অধীরবাবু। তাঁর অভিযোগ, রাজ্য সরকার চায় না মানুষ ঘরে ফিরুক। প্রসঙ্গত, রাজ্যে আমফান ও করোনা আবহে ঘরোয়া বিমান চলাচল শুরুর দিন পিছিয়ে দিয়েছিল রাজ্য সরকার।
এদিন বিমান পরিষেবা চালু হতেই কলকাতায় ফেরেন অধীরবাবু। ফিরেই রাজ্যকে তোপ দাগেন তিনি। বলেন, ‘হাজার হাজার বাস, ট্রাক, ছোট গাড়ি বাংলায় প্রবেশ করল, আপনি তার খেয়াল করলেন না! পরিযায়ীরা আমার রাজ্যের মানুষ, শ্রমিক, ছাত্রছাত্রী, পর্যটক, চিকিৎসা করে ফেরা মানুষ, সবাই এ রাজ্যের মানুষ, তারা কেউ করোনা-দৈত্য নয়, পরিযায়ী মানুষ নিয়ে আপনার বিষোদগার দুর্ভাগ্যজনক।’ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন অধীরবাবু। বলেছেন, ‘লকডাউন কেন করতে হয়েছিল? করোনা মোকাবিলার জন্য স্থায়ী বা অস্থায়ী চিকিৎসা পরিকাঠামো তৈরি করার জন্য আপনি কিছু করলেন না, আর এখন আপনার নিজের ব্যর্থতা ঢাকার জন্য পরিযায়ী মানুষদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, এটা একজন মুখ্যমন্ত্রীকে শোভা দেয় না। বাংলায় কবে থেকে করোনা সংক্রমণ শুরু হয়? তখন পরিযায়ী শ্রমিকরা কোথায় ছিল?’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.