ছবি: প্রতীকী
দিপালী সেন: এবার উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড (Adhar Card)। নাহলে নাও মিলতে পারে পরীক্ষায় বসার সুযোগ। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল সংসদ।
আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে চলেছে একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনের সময় পড়ুয়াদের আধার নম্বর বাধ্যতামূলক, জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। লেট ফাইন ছাড়া রেজিস্ট্রেশন করার যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। এরপর লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত।
বুধবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনের সময় যে সকল ছাত্রছাত্রী আধার নম্বর দেননি, তাঁদেরকেও অনলাইন পোর্টালের মাধ্যমে আধার নম্বর জানাতে হবে। ১৬ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তা করা যাবে। সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আধার নম্বর না থাকলে সংশ্লিষ্ট পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড তৈরিতে সমস্যা হতে পারে। এখানেই শেষ নয়। রেজিস্ট্রেশনে আধার নম্বর সংযুক্ত না থাকা পড়ুয়াদের পরীক্ষাতে অংশগ্রহণের অনুমতি নাও দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.