Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

বছর শেষে নজর মেট্রোতে, পাতালপথের নিরাপত্তায় পুলিশের অতিরিক্ত বাহিনী

সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে। থাকছে অতিরিক্ত আরপিএফ বাহিনীও।

Additional police force for security of Kolkata Metro by the end of the year

ফাইল ছবি

Published by: Suhrid Das
  • Posted:December 30, 2024 8:18 pm
  • Updated:December 30, 2024 8:18 pm  

নব্যেন্দু হাজরা: বর্ষবিদায় ও বরণের রাতে যাত্রীদের চাপ থাকবে। নিরাপত্তার দিকটিও বিশেষভাবে নজর রাখা প্রয়োজন। সেই হিসেবে একাধিক পদক্ষেপ করছে কলকাতা মেট্রো সংস্থা। যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ছটি মেট্রো চালানো হবে রাতে। নির্দিষ্ট সময়ের পরও আগামী কাল রাতে মেট্রো চালানো হবে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ব্লু লাইনে যাত্রীদের যথেষ্ট চাপ থাকে। যে কোনও অনুষ্ঠান, উৎসবের দিনে এই রুটে যাত্রীদের চাপ আরও বাড়ে। আগামী কাল মঙ্গলবারও সেই অতিরিক্ত চাপ থাকবে বলেই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। আগামী কাল এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন স্টেশনে যাত্রী সংখ্যা অনেকটাই বেশি থাকবে। সেই হিসেবে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। বিশেষ করে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান স্টেশনকে নিরাপত্তার ক্ষেত্রে কার্যত আতসকাচের তলায় রাখা হচ্ছে।

Advertisement

এইসব স্টেশনে অতিরিক্ত আরপিএফ বাহিনী থাকছে। প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর ও স্টেশনের বাইরেও নিরাপত্তার কড়াকড়ি থাকবে। আগামী কাল ভিড় নিয়ন্ত্রণ করা অন্যতম উদ্দেশ্য। সেই কথা জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। মহিলা, শিশুদের নিরাপত্তার দিকেও কড়া নজর থাকবে। প্রতি বছর এই দিনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বিকেল থেকে যাত্রীদের চাপ বাড়ে। সন্ধের পর রীতিমতো জনপ্লাবণ দেখা যায়। বিগত বছরগুলিতে ছোটখাটো ঝুটঝামেলাও দেখা গিয়েছে এই স্টেশনে। এবার পার্ক স্ট্রিট স্টেশনে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার এবং কর্মী মোতায়েন করা হবে৷ একজন সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের সমন্বয়ে একটি বিশেষ দল গঠিত হয়েছে। সেই দলে দুজন মহিলাও থাকছেন। ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেও থাকবে নিরাপত্তা। এই দলটি যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। এছাড়াও সিসিটিভি মাধ্যমে প্রতি মুহূর্তে সব কিছু নজরদারি চলবে।

স্টেশনগুলিতে নাকাচেকিংয়ের ব্যবস্থাও থাকছে। অতি সম্প্রতি পার্ক স্ট্রিট এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। রাজ্যের একাধিক জায়গা থেকে জঙ্গিও ধরা পড়েছে। সেই আবহে এবার নিরাপত্তার কড়াকড়ি থাকছে। সেই কথাও মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement