বুদ্ধদেব সেনগুপ্ত: তিনি দেশের আইনসভার নিম্নকক্ষের সদস্য। সবে দু’বছর হল তৃণমূল শিবির থেকে লোকসভার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বেশ কয়েকবার যাতায়াত করেছেন, বক্তব্যও রেখেছেন, নিজের সংসদীয় এলাকা যাদবপুরের উন্নয়নের জন্য দাবিদাওয়াও করেছেন। এসব সংসদীয় কাজকর্মের সঙ্গে তিনি পরিচিত। তবে রাজ্য আইনসভায় কখনওই পা রাখেননি। জনপ্রতিনিধি হিসেবে সেটিও তাঁর দেখার ইচ্ছে ছিল। অন্তত ঐতিহাসিক ভবনটি। মঙ্গলবার সেই ইচ্ছে পূরণ করে ফেললেন মিমি। ঘুরে গেলেন বিধানসভা (West Bengal Legislative Assembly) ভবন। সাংসদকে বিধানসভা ঘুরিয়ে দেখালেন স্বয়ং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মিমির বিধানসভা দর্শন পর্ব দেখে মনে পড়ে যাচ্ছে উনিশের সেইসব ছবি। গ্ল্যামার দুনিয়ার জাঁকজমক ছেড়ে প্রথমবার জনতার দরবারে নির্বাচিত টলিউডের দুই তারকা মিমি চক্রবর্তী, নুসরত জাহান (Nusrat Jahan)। প্রথমবার দিল্লির রাজনীতির অলিন্দে পা রাখা, লোকসভার অধিবেশনে যোগ দেওয়া। সেবার সংসদের অধিবেশন শুরুর বেশ আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মিমি, নুসরত। তারপর লোকসভা ঘুরে দেখতে গিয়ে সেখানেই ফটোশুটে মেতেছিলেন দুই বন্ধু। ফর্মাল, পশ্চিমী পোশাকে দুই অভিনেত্রীকে পুরোদস্তুর মডেল বলে ভুল করতে যাচ্ছিলেন অনেকেই। সাংসদ হিসেবে তাঁদের পারফরম্যান্স দেখা তখনও বাকি ছিল। তার আগেই তাঁদের এই ছবি তোলা অনুরাগীদের মুগ্ধ করেছিল। এমনকী মাকেও লোকসভা ঘুরিয়ে দেখিয়েছিলেন মিমি। আসলে, প্রথমবার রাজনীতিতে সাফল্যের উদযাপন তাঁরা বোধহয় এভাবেই করেছিলেন।
এবার মিমি এলেন বিধানসভায়। তাঁকে গোটা ভবন ঘুরিয়ে দেখালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও লোকসভার মতো এখানে নিজের কোনও ছবি তুলতে চাননি মিমি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ”বিমানদা আমাকে বারবার বলছিলেন, বিধানসভাটা একবার ঘুরে যেতে। আমারও আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজ এলাম। উনি নিজেই আমায় ঘুরিয়ে দেখালেন।” কোনও রাজনৈতিক আলোচনা হল কি? এ বিষয়ে অবশ্য মুখ খোলেননি সাংসদ। তবে বিধানসভা ঘুরে দেখে মুগ্ধ মিমি। তা ঝরে পড়ল তাঁর চোখেমুখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.