Advertisement
Advertisement
Dev

বুধবার দিল্লিতে ইডির তলব দেবকে, যাবেন কি অভিনেতা-সাংসদ?

দেবের তলবের নেপথ্যে প্রতিহিংসা দেখছে তৃণমূল।

Actor politician Dev to appear before ED tomorrow | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:February 20, 2024 5:46 pm
  • Updated:February 20, 2024 6:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেবেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (Dev)। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছে ইডি। ওই সমনের ভিত্তিতে বুধবার যথাসময়ে দিল্লির ইডি দপ্তরে অভিনেতা-সাংসদ হাজির হবেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর।

এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারিতে দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই (CBI)। কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেবার জিজ্ঞাসাবাদের শেষে দেব জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার তাঁকে ডাকবে ততবার তিনি যাবেন। এর আগে ইডিও (ED) একবার তলব করে অভিনেতাকে। যদিও দীর্ঘদিন দেবকে কোনওরকম ডাকাডাকি করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তাৎপর্যপূর্ণভাবে গত ১৫ ফেব্রুয়ারি তাঁকে তলব করে ইডি।

Advertisement

[আরও পড়ুন:  যাবে না চাকরি, বরং তৈরি হবে নতুন সুযোগ, কৃত্রিম মেধার প্রসার নিয়ে দাবি IBM কর্তার]

ঠিক যে সময় তাঁর ঘাটাল লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) ফের প্রার্থী হওয়ার কথা তৃণমূলের তরফে একপ্রকার ঘোষণা করে দেওয়া হল, তখনই দেবকে ইডির তলব নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল (TMC)। রাজ্যের শাসকদল বলছে, দেব প্রার্থী হবেন জেনে তাঁর উপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে দেবের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বুধবার সকালে ১১টায় দিল্লির ইডি দপ্তরে তিনি হাজির হবেন। শুধু বুধবার নয়, যতবার ইডি বা সিবিআই ডাকবে, ততবারই তিনি হাজিরা দেবেন। যা যা জানতে চাইবেন তদন্তকারীরা, সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সব নথিপত্র নিয়ে যাবেন।

[আরও পড়ুন: তিন সেনাকর্তাকে ফাঁসির সাজা মায়ানমারে! কেন এই পদক্ষেপ জুন্টার?]

এর আগে দেবকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল গরু পাচার সংক্রান্ত মামলায়। সূত্রের খবর, গরু পাচার (Cow smuggling) কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের (Enamul Haq) বয়ানে উঠেছিল বাংলার শাসকদলের তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তাঁর নাম বলেছেন বলে সিবিআই সূত্রে খবর। সেসব বয়ানের ভিত্তিতেই দেবকে এর আগে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেব যদিও সাফ জানান, এনামুলকে তিনি চেনেন না। কোনও রকম টাকার লেনদেন হয়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement